Ajker Patrika

শাহজালালে রাতে ৫ ঘণ্টা করে বন্ধ থাকবে বিমান চলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৪২
শাহজালালে রাতে ৫ ঘণ্টা করে বন্ধ থাকবে বিমান চলাচল

রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কারকাজের জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ ঘণ্টা করে দুই মাস রাতে বিমান চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটা থেকে এ কাজ শুরু হবে। প্রতিদিন রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। শীত মৌসুমে সাধারণত এ সময়টাতে কুয়াশার কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাইট প্রতিস্থাপনকালীন আগে ও পরে, অর্থাৎ সকাল ৭টা থেকে সাড়ে ১১টা এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের চাপ থাকতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ বিমানবন্দরে সংশ্লিষ্ট অন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্য বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করেছে এবং বাস্তবায়নের জন্য মনিটরিং টিম গঠন করেছে।’ 

জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবা মানোন্নয়নের জন্য রানওয়ের সেন্ট্রাল লাইনের লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল রানওয়েটি রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। সাধারণত রাতের এ সময়টাতে ৭ থেকে ১০ ফ্লাইট চলাচল করে। এই বিষয়ে বিমানবন্দরের এটিএম বিভাগ থেকে নোটিশ জারি করা হয়েছে। 

এর আগে ২০২১ সালে সংস্কারের জন্য এ বছরের ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত তিন মাস বন্ধ ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের ফ্লাইট। তখন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ রাখা হয়েছে। সেই সময় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ‘বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। যার নির্মাণকাজ চলবে রাতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত