নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (আইটিডি) এর শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা তুলে নিয়েছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেডের কাছে আইটিডির শেয়ার হস্তান্তর করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে ইটালিয়ান থাই কোম্পানির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার তানজীবুল আলম, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক। চায়না কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী।
এর আগে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (আইটিডি) এর শেয়ার হস্তান্তরে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন আপিল বিভাগ।
গত ১৫ ফেব্রুয়ারি ওই আদেশ দেওয়া হয়। তবে আরবিট্রেশন দরখাস্তটি নিষ্পত্তি করতে উভপক্ষকে ওই সময় হাইকোর্টে যেতে বলেন আপিল বিভাগ।
ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক আজকের পত্রিকাকে বলেন, শুরুতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের পুরো শেয়ার ছিল ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের। পরে এই প্রকল্পের ৪৯ শতাংশ শেয়ার চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেডসহ দুটি কোম্পানির কাছে বিক্রি করা হয়।
তবে তারা আরও শেয়ার নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। বিষয়টি নিয়ে গত ২৯ জানুয়ারি হাইকোর্টে আরবিট্রেশন মামলা করা হয়। তাতে হাইকোর্ট শেয়ার হস্তান্তরের ওপর স্থিতাবস্থা জারি করেন।
ইমতিয়াজ ফারুক আরও বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেড চেম্বার আদালতে আবেদন করলে তা নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। আপিল বিভাগ গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা বজায় রাখেন। সেইসঙ্গে আরবিট্রেশন দরখাস্তটি নিষ্পত্তি করতে উভপক্ষকে ওই সময় হাইকোর্টে যেতে বলেন আপিল বিভাগ। সে অনুযায়ী এটি নিষ্পত্তি হলো। তবে আমরা আইটিডির পক্ষ থেকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছি।
চেম্বার আদালত বৃহস্পতিবার নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। আর বলেছেন এরমধ্যে যেন শেয়ার হস্তান্তর না হয়।
ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নে ২০১১ সালে প্রথম ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। কিন্তু ২০১৯ সাল পর্যন্ত অর্থের অভাবে তারা কাজ শুরুই করতে পারেনি।
২০১৯ সালে চায়নার দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করে তাদের মাধ্যমে চায়না এক্সিম ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে। প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ৭১ শতাংশ। আর মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত।
তিনি আরও বলেন, আইটিডির আর্থিক সমস্যার কারনে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় প্রকল্প অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এখন হাইকোর্ট ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (আইটিডি) এর শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা তুলে নিয়েছেন। এতে শেয়ার হস্তান্তরে কোনো বাধা রইলো না। আর দেনা-পাওনা নিয়ে থাই ও চায়না কোম্পানির বিরোধ সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালত নিষ্পত্তি করবেন।
ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (আইটিডি) এর শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা তুলে নিয়েছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেডের কাছে আইটিডির শেয়ার হস্তান্তর করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে ইটালিয়ান থাই কোম্পানির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার তানজীবুল আলম, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক। চায়না কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী।
এর আগে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (আইটিডি) এর শেয়ার হস্তান্তরে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন আপিল বিভাগ।
গত ১৫ ফেব্রুয়ারি ওই আদেশ দেওয়া হয়। তবে আরবিট্রেশন দরখাস্তটি নিষ্পত্তি করতে উভপক্ষকে ওই সময় হাইকোর্টে যেতে বলেন আপিল বিভাগ।
ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক আজকের পত্রিকাকে বলেন, শুরুতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের পুরো শেয়ার ছিল ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের। পরে এই প্রকল্পের ৪৯ শতাংশ শেয়ার চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেডসহ দুটি কোম্পানির কাছে বিক্রি করা হয়।
তবে তারা আরও শেয়ার নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। বিষয়টি নিয়ে গত ২৯ জানুয়ারি হাইকোর্টে আরবিট্রেশন মামলা করা হয়। তাতে হাইকোর্ট শেয়ার হস্তান্তরের ওপর স্থিতাবস্থা জারি করেন।
ইমতিয়াজ ফারুক আরও বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেড চেম্বার আদালতে আবেদন করলে তা নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। আপিল বিভাগ গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা বজায় রাখেন। সেইসঙ্গে আরবিট্রেশন দরখাস্তটি নিষ্পত্তি করতে উভপক্ষকে ওই সময় হাইকোর্টে যেতে বলেন আপিল বিভাগ। সে অনুযায়ী এটি নিষ্পত্তি হলো। তবে আমরা আইটিডির পক্ষ থেকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছি।
চেম্বার আদালত বৃহস্পতিবার নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। আর বলেছেন এরমধ্যে যেন শেয়ার হস্তান্তর না হয়।
ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নে ২০১১ সালে প্রথম ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। কিন্তু ২০১৯ সাল পর্যন্ত অর্থের অভাবে তারা কাজ শুরুই করতে পারেনি।
২০১৯ সালে চায়নার দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করে তাদের মাধ্যমে চায়না এক্সিম ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে। প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ৭১ শতাংশ। আর মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত।
তিনি আরও বলেন, আইটিডির আর্থিক সমস্যার কারনে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় প্রকল্প অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এখন হাইকোর্ট ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (আইটিডি) এর শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা তুলে নিয়েছেন। এতে শেয়ার হস্তান্তরে কোনো বাধা রইলো না। আর দেনা-পাওনা নিয়ে থাই ও চায়না কোম্পানির বিরোধ সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালত নিষ্পত্তি করবেন।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে