Ajker Patrika

সখীপুরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে আলী আজম (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার লাঙ্গুলিয়া বাজার এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত আলী আজম লাঙ্গুলিয়া গ্রামের আবুল বেপারীর ছেলে। তিনি ওই বাজারের পল্লী চিকিৎসক ছিলেন। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আলী আজম বাড়িতে খাবার খেয়ে সকাল ১০টার দিকে দোকানে যান। এর কিছুক্ষণ পরই তিনি রশি দিয়ে দোকান ঘরের আড়ার সঙ্গে ফাঁসি দেন বলে দাবি তাঁদের। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়েন উদ্দিন বলেন, আলী আজম শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ওই ব্যবসায় মন্দার কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের চাপেই তিনি ‘আত্মহত্যার’ পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত