নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, সাবেক এক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক চারটি চেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে কলাবাগান থানায় পৃথক একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, ভুক্তভোগী আগেই যদি পুলিশকে জানাতেন তাহলে এই অপরাধটা ঠেকানো যেত। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি কী কারণে তাঁরা চাঁদা দিয়েছিলেন। তাঁদের কোনো দুর্বলতা ছিল কিনা।
রিমান্ডে থাকা সাবেক সমন্বয়কের বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন দেখা গেছে। এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কারও দলীয় পরিচয় মুখ্য বিষয় না। আমরা সম্ভাব্য কারণ ও আর কেউ জড়িত আছে কিনা সেটা জানা যাবে। তদন্ত চলছে।
১১ দিনে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তার বিষয়টি নিয়ে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে এসবি ও পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা বিঘ্নিত করার কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে তালেবুর রহমান বলেন, ‘আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যদি চেষ্টা করে তাহলে তাদের আইন অনুযায়ী মোকাবিলা করা হবে। এর বাইরে গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কাজ করছি।’
অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে থানায় বিভিন্ন দেনদরবার হয়। বিভিন্ন দলের নেতারা সেখানে গিয়ে আড্ডা দেন—এমন অভিযোগ প্রসঙ্গে ডিসি বলেন, ‘থানায় এমন সালিসের কোনো সুযোগ নেই। কোনো বাদী বা আসামি চাইলে মীমাংসার বিষয় আলোচনা করতে পারে। এর বাইরে থানায় বসে দেনদরবার করার সুযোগ নেই। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
মোহাম্মদপুরে কেন ছিনতাই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না—এ প্রশ্নে ডিসি বলেন, ‘পুলিশ যথেষ্ট সক্রিয় রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। এর বাইরে কিছু অপরাধ ঘটছে না তা না, তবে ঘটনা ঘটলে আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সহনীয় মাত্রায় রাখতে কাজ করছি। পাশাপাশি আমাদের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সামনে নির্বাচনের প্রস্তুতি চলছে। আমাদের সদস্যদের মনোভাব পজিটিভ।’
নগরবাসীকে আইন মেনে চলার অনুরোধ জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীর বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদের নিরাপত্তা ও নিরাপদ চলাচলে ডিএমপি আন্তরিকভাবে সার্বক্ষণিক কাজ করছে।’
আরও খবর পড়ুন:
রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, সাবেক এক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক চারটি চেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে কলাবাগান থানায় পৃথক একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, ভুক্তভোগী আগেই যদি পুলিশকে জানাতেন তাহলে এই অপরাধটা ঠেকানো যেত। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি কী কারণে তাঁরা চাঁদা দিয়েছিলেন। তাঁদের কোনো দুর্বলতা ছিল কিনা।
রিমান্ডে থাকা সাবেক সমন্বয়কের বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন দেখা গেছে। এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কারও দলীয় পরিচয় মুখ্য বিষয় না। আমরা সম্ভাব্য কারণ ও আর কেউ জড়িত আছে কিনা সেটা জানা যাবে। তদন্ত চলছে।
১১ দিনে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তার বিষয়টি নিয়ে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে এসবি ও পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা বিঘ্নিত করার কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে তালেবুর রহমান বলেন, ‘আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যদি চেষ্টা করে তাহলে তাদের আইন অনুযায়ী মোকাবিলা করা হবে। এর বাইরে গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কাজ করছি।’
অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে থানায় বিভিন্ন দেনদরবার হয়। বিভিন্ন দলের নেতারা সেখানে গিয়ে আড্ডা দেন—এমন অভিযোগ প্রসঙ্গে ডিসি বলেন, ‘থানায় এমন সালিসের কোনো সুযোগ নেই। কোনো বাদী বা আসামি চাইলে মীমাংসার বিষয় আলোচনা করতে পারে। এর বাইরে থানায় বসে দেনদরবার করার সুযোগ নেই। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
মোহাম্মদপুরে কেন ছিনতাই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না—এ প্রশ্নে ডিসি বলেন, ‘পুলিশ যথেষ্ট সক্রিয় রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। এর বাইরে কিছু অপরাধ ঘটছে না তা না, তবে ঘটনা ঘটলে আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সহনীয় মাত্রায় রাখতে কাজ করছি। পাশাপাশি আমাদের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সামনে নির্বাচনের প্রস্তুতি চলছে। আমাদের সদস্যদের মনোভাব পজিটিভ।’
নগরবাসীকে আইন মেনে চলার অনুরোধ জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীর বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদের নিরাপত্তা ও নিরাপদ চলাচলে ডিএমপি আন্তরিকভাবে সার্বক্ষণিক কাজ করছে।’
আরও খবর পড়ুন:
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১৯ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
২৪ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩৯ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে