Ajker Patrika

বিএনপি নেতা হারুনসহ ৩ জনকে এক দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৫: ৩৬
বিএনপি নেতা হারুনসহ ৩ জনকে এক দিনের রিমান্ডে

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে এক দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।

অপর দুজন হলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নু।

দুপুরে তাঁদের আদালতে হাজির করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ফরমান আলী। একই সঙ্গে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আইনজীবীরা তাঁদের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

গত ২ নভেম্বর রাতে ও ৩ নভেম্বর সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কারাগারে আছেন। 

এর আগে ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়। 

মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ জনকে আগেই কারাগারে পাঠানো হয়েছে। 

হারুনসহ তিনজনের রিমান্ডের আবেদনে বলা হয়েছে এই আসামিদের উসকানিতে এবং তাদের প্রত্যক্ষ মদদে অবসরপ্রাপ্ত বিচারপতির গাড়িতে হামলা করা হয় বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং কেন হামলা করা হয়েছে তা উদ্‌ঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত