Ajker Patrika

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়াকে চাপা দেওয়া বাসের চালক ও সহকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১০: ২৯
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়াকে চাপা দেওয়া বাসের চালক ও সহকারী গ্রেপ্তার

যমুনা ফিউচার পার্ক এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া চালকের নাম মো. লিটন (৩৮) ও তার সহকারীর নাম মো. আবুল খায়ের। তাদের দুজনের বাড়ি ভোলা জেলায়।

চালক ও সহকারীকে গ্রেপ্তারের বিষয়টি আজ সোমবার সকালে নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ। তিনি জানান, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডা থানার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাসটিও জব্দ রয়েছে।

এর আগে নিহত নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে রোববার সড়ক পরিবহন আইনে ভাটারা থানায় মামলা দায়ের করেন।

গতকাল রোববার দুপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান সাদিয়া। এ ঘটনায় দুই ঘণ্টা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। এ ছাড়া আজ সোমবার দুপুরে চার দফা দাবিতে বিক্ষোভ করার কথা রয়েছে তাদের।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত