Ajker Patrika

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে চিকিৎসা, সেই মমতাজ উদ্দিন হাসপাতাল সিলগালা

সাভার (ঢাকা) প্রতিনিধি
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে চিকিৎসা, সেই মমতাজ উদ্দিন হাসপাতাল সিলগালা

ডাক্তার না থাকা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে রোগী দেখানো, টেস্ট, আলট্রাসনোগ্রাফির করানোর মতো নানা অভিযোগ নিয়ে সংবাদ প্রচারের পর অবশেষে সিলগালা করা হলো আশুলিয়ার সেই মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতাল। এ রকম নানা অনিয়মের সত্যতা পাওয়ায় আর্থিক জরিমানাসহ সিলগালা করা হয় হাসপাতালটিকে। এ সময় এমন অনিয়মের সংবাদ তুলে ধরায় আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমকে ধন্যবাদ জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার দুপুরে ২টার দিকে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার এ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হাসপাতালটিকে সিলগালা করা হয় ও ৫ হাজার টাকা নগদ আর্থিক জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহ-কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

Follow-Upএ সময় উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, ‘অভিযানে এসে দেখা যায় হাসপাতালে কোনো চিকিৎসক নেই, তাদের ওষুধের দোকানে কোনো লোক নেই, ১৬ শয্যার হাসপাতালে ৩ জন নার্স থাকার কথা থাকলেও তা নেই। জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি পরিষ্কার-পরিচ্ছন্ন নয়। এমনকি আমরা হাসপাতালে কর্তৃপক্ষের কোনো লোকও পাইনি। তাদের ফোন করে আনতে হয়েছে। এই হাসপাতালের কোনো লাইসেন্স নেই। এ ছাড়া তাদের কোনো ডাক্তারের তালিকা বা নিয়োগ চুক্তি নেই। এসব বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তারা। তাদের কাগজপত্র ঠিক করার জন্য সময় দিয়েছি। নিয়ম অনুযায়ী তাদের সময় বেঁধে দেওয়া হয়েছে।’ 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা বলেন, ‘বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হাসপাতালের অনিয়মের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। তিনি অভিযান পরিচালনা করেন। আমরা অভিযানে এসে হাসপাতাল পরিচালনার জন্য বিধি মোতাবেক তারা কাগজপত্র দেখাতে পারেনি। তাদের জরিমানাসহ হাসপাতালটি সিলগালা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তাদের পরবর্তীতে হাসপাতাল চালানোর কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সেগুলো বাস্তবায়ন করতে পারলে আবারও পরিদর্শনে আসব। সে অনুযায়ী নির্বাহী অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হবে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

প্রসঙ্গত, ৮ নভেম্বর আজকের পত্রিকায় ‘আয় কম, তাই রাতে ডাক্তার থাকে না হাসপাতালে’ শিরোনামে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রচারিত হয়। এতে ডাক্তার না থাকা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে রোগী দেখানো, টেস্ট, আলট্রাসনোগ্রাফি করানোর মতো নানা অনিয়ম তুলে ধরা হয়। অনিয়মের বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কামরুজ্জামান নামের এক ভুক্তভোগী। এরপর থেকেই নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত