Ajker Patrika

ইজতেমা ময়দানে এসেছেন হাজারো বিদেশি মুসল্লি

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৪: ৩৭
ইজতেমা ময়দানে এসেছেন হাজারো বিদেশি মুসল্লি

আগামীকাল শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে আলমি শুরার তত্ত্বাবধানে টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের ইজতেমায় যোগ দিতে বিদেশি মুসল্লিরাও ইজতেমা ময়দানে এসেছেন।

এ বিষয়ে ইজতেমা ময়দানের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ৩২টি দেশের ১ হাজার ২৫২ জন বিদেশি মুসল্লি ময়দানে এসেছেন। তাঁরা উত্তর-পশ্চিম দিকে নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন।

মুফতি জহির ইবনে মুসলিম আরও বলেন, ভারত থেকে ১ হাজার ১৪২ জন, পাকিস্তানের ৮২ জন, সৌদি আরবের দুজন, মিয়ানমারের ১৫ জন, আফগানিস্তানের আটজন, সিরিয়ার একজনসহ আরও তিনজন বিদেশি মুসল্লি ময়দানে এসেছেন।

টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের ঢল।উল্লেখ্য, আগামীকাল শুক্রবার শুরু হয়ে ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার দুই পর্বের সমাপ্তি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত