Ajker Patrika

শনিবার থেকে চালু হচ্ছে মেট্রোরেল: ডিএমটিসিএল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২৩: ২৫
শনিবার থেকে চালু হচ্ছে মেট্রোরেল: ডিএমটিসিএল

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেল আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে পুনরায় চালু হচ্ছে। 

আজ রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছেন সড়ক, মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

তিনি বলেন, ‘আমরা মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রধান উপদেষ্টার মতামত জানতে চেয়েছিলাম। তিনি দ্রুততম সময়ের মধ্যে মেট্রোরেল চলাচলের বিষয়ে আমাদের নির্দেশনা দেন। সিদ্ধান্ত মোতাবেক আগামী শনিবার মেট্রোরেল চলাচল শুরু করবে।’ 

গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এরপর মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) অনির্দিষ্টকালের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে।

সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘সহিংসতায় মেট্রোরেলের দুটি স্টেশন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শনিবার মেট্রোরেল চালু হলেও মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে থামবে না। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি ১৪টি স্টেশনে যাত্রীরা ওঠানামা করতে পারবেন।’ 

তিনি জানান, এখন মেট্রোরেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। 

ডিএমটিসিএলের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, সিগন্যাল সিস্টেম বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা পুরো মেট্রোরেলের পথ পরীক্ষা করেছেন। সোমবার নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। মঙ্গলবার যাত্রীবিহীন (ব্ল্যাঙ্ক) ট্রেন পরিচালনা শুরুর পরিকল্পনা রয়েছে ডিএমটিসিএলের। যাত্রী ছাড়া কয়েক দিন মেট্রোরেল চালানো হবে। এরপরই যাত্রী নিয়ে চলাচল শুরু হবে। 

এদিকে মেট্রোরেলের নিরাপত্তার জন্য এমআরটি পুলিশের সদস্যদের উপস্থিতি নিয়েও চিন্তিত ডিএমটিসিএল। ডিএমটিসিএলের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, এমআরটি পুলিশ না থাকলে মেট্রোরেল স্থাপনায় কোনো সহিংসতা হলে তা থামানো যাবে না। এখন সেনাবাহিনী নাকি বিজিবি দিয়ে আপাতত নিরাপত্তা দেওয়া হবে, তা আলোচনা চলছে। 

ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, প্রতিদিন ২ লাখ ৭৫ হাজার মানুষ মেট্রোরেলে চলাচল করেন। মেট্রোরেল বন্ধ থাকার কারণে রাজধানীর উত্তরা, মিরপুরের যাত্রীরা সড়কে নানা ভোগান্তিতে পড়েছেন। লক্কড়ঝক্কড় বাসের পাশাপাশি সড়কে ব্যক্তিগত যান চলাচল বেড়েছে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোকে ট্রাফিক ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছেন তরুণেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত