নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র ঈদুল ফিতরের ছুটি গতকাল রোববার পয়লা বৈশাখ উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ সোমবার থেকে খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। আর কর্মস্থলে যোগ দিতে ছুটিতে যাওয়া মানুষেরা ফিরতে শুরু করেছেন ঢাকায়। তবে ট্রেনযোগে যাঁরা ফিরছেন তাঁদের অভিযোগ, ফিরতি যাত্রায়ও দেরি করছে ট্রেন।
আজ সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলোতে বেশ ভিড় ছিল। বেলা ১১টা ৩০ মিনিটে কমলাপুর পৌঁছায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস। ৫ নম্বর প্ল্যাটফর্মে থামার পর যাত্রীরা নেমে ছুটতে শুরু করেন নিজ নিজ গন্তব্যে। দেখা গেছে কুলিদের হাঁকডাকও। কয়েক দিন ফাঁকা থাকার পর কমলাপুর যেন ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে।
সিরাজগঞ্জ এক্সপ্রেসে ঢাকায় ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আবু ফজল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগের দিন ঢাকা ছেড়েছি। এ জন্য এক দিন ছুটি বাড়তি নিয়েছিলাম।’ ট্রেনের যাত্রীচাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিড় ছিল ভালোই, অনেকেই দাঁড়িয়ে ছিল। টাঙ্গাইল আসার পর অনেক মানুষ উঠেছে; বিশেষ করে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি।’
এর আগে, সকাল ১০টায় পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এ ট্রেনেও যাত্রীদের ভিড় ছিল। একতা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘যাওয়ার দিন নিজের সিট পর্যন্ত পৌঁছাতে পারি নাই। তবে আসার সময় সেই কষ্ট হয়নি।’
ঢাকায় ফেরা সিরাজগঞ্জ এক্সপ্রেসের জুনিয়র ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আবু সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটামুটি ভিড় আছে ট্রেনে। এখন মানুষ ঢাকা ফিরতে শুরু করেছেন।’ আবু সুফিয়ান মনে করেন, এ সপ্তাহজুড়েই মানুষ ঢাকা ফিরবেন আর বেশি ভিড় হবে সামনের বৃহস্পতিবার ও শুক্রবার।
আবু সুফিয়ান বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেসের একটা বড় অংশ যাত্রী টাঙ্গাইল থেকে উঠেছে। আবার গার্মেন্টসগুলোতে এক থেকে দুদিন ছুটি বর্ধিত থাকে। এতে করে এসব যাত্রী আরও এক থেকে দুই দিন পর ঢাকা আসা শুরু করবে।’
এদিকে যাত্রীদের অভিযোগ, প্রতিটি ট্রেনই দেরি করে ঢাকায় ঢুকছে। এ ছাড়া পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে যাত্রীচাপ বেশি, ধারণক্ষমতার বাইরে যাত্রী উঠছে। এ বিষয়ে কমলাপুরের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২টি আন্তনগর ট্রেন যথাসময়ে কমলাপুরে পৌঁছায়।
আনোয়ার হোসেন বলেন, বুড়িমারী এক্সপ্রেস ব্যতীত কোনো ট্রেনেরই শিডিউল বিপর্যয় হয়নি। বুড়িমারী এক্সপ্রেস পৌনে ৩ ঘণ্টা দেরি করে ঢাকা ছেড়েছে। এটি সকাল সাড়ে ৮টায় ঢাকা ছাড়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। আসছে দেরি করে, ছেড়ে গেছেও দেরি করে। এ ছাড়া একতা এক্সপ্রেস ৩০ মিনিট বিলম্ব করেছে। বাকি দু-একটি ট্রেনে ১০ থেকে ২০ মিনিট বিলম্ব হয়েছে। তবে তা যাত্রীদের প্রাধান্য দিতেই। দিনের বাকি অংশে সব ট্রেন যথাসময়ে আসবে বলে আশা করেন তিনি।
তবে একইভাবে অনেককে ঢাকা ছাড়তে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে দেখা গেছে। সকাল ১০টায় জামালপুর এক্সপ্রেস, ১০টা ১৫ মিনিটে একতা এক্সপ্রেস, ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী মাহাতাব আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে ঢাকা ছিলাম। এখন ঢাকা আবার যানজটের নগরীতে পরিণত হবে। তাই ঈদে ফাঁকা ঢাকায় ছিলাম, এখন ছুটি নিয়ে গ্রামে যাচ্ছি।’
পবিত্র ঈদুল ফিতরের ছুটি গতকাল রোববার পয়লা বৈশাখ উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ সোমবার থেকে খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। আর কর্মস্থলে যোগ দিতে ছুটিতে যাওয়া মানুষেরা ফিরতে শুরু করেছেন ঢাকায়। তবে ট্রেনযোগে যাঁরা ফিরছেন তাঁদের অভিযোগ, ফিরতি যাত্রায়ও দেরি করছে ট্রেন।
আজ সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলোতে বেশ ভিড় ছিল। বেলা ১১টা ৩০ মিনিটে কমলাপুর পৌঁছায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস। ৫ নম্বর প্ল্যাটফর্মে থামার পর যাত্রীরা নেমে ছুটতে শুরু করেন নিজ নিজ গন্তব্যে। দেখা গেছে কুলিদের হাঁকডাকও। কয়েক দিন ফাঁকা থাকার পর কমলাপুর যেন ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে।
সিরাজগঞ্জ এক্সপ্রেসে ঢাকায় ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আবু ফজল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগের দিন ঢাকা ছেড়েছি। এ জন্য এক দিন ছুটি বাড়তি নিয়েছিলাম।’ ট্রেনের যাত্রীচাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিড় ছিল ভালোই, অনেকেই দাঁড়িয়ে ছিল। টাঙ্গাইল আসার পর অনেক মানুষ উঠেছে; বিশেষ করে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি।’
এর আগে, সকাল ১০টায় পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এ ট্রেনেও যাত্রীদের ভিড় ছিল। একতা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘যাওয়ার দিন নিজের সিট পর্যন্ত পৌঁছাতে পারি নাই। তবে আসার সময় সেই কষ্ট হয়নি।’
ঢাকায় ফেরা সিরাজগঞ্জ এক্সপ্রেসের জুনিয়র ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আবু সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটামুটি ভিড় আছে ট্রেনে। এখন মানুষ ঢাকা ফিরতে শুরু করেছেন।’ আবু সুফিয়ান মনে করেন, এ সপ্তাহজুড়েই মানুষ ঢাকা ফিরবেন আর বেশি ভিড় হবে সামনের বৃহস্পতিবার ও শুক্রবার।
আবু সুফিয়ান বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেসের একটা বড় অংশ যাত্রী টাঙ্গাইল থেকে উঠেছে। আবার গার্মেন্টসগুলোতে এক থেকে দুদিন ছুটি বর্ধিত থাকে। এতে করে এসব যাত্রী আরও এক থেকে দুই দিন পর ঢাকা আসা শুরু করবে।’
এদিকে যাত্রীদের অভিযোগ, প্রতিটি ট্রেনই দেরি করে ঢাকায় ঢুকছে। এ ছাড়া পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে যাত্রীচাপ বেশি, ধারণক্ষমতার বাইরে যাত্রী উঠছে। এ বিষয়ে কমলাপুরের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২টি আন্তনগর ট্রেন যথাসময়ে কমলাপুরে পৌঁছায়।
আনোয়ার হোসেন বলেন, বুড়িমারী এক্সপ্রেস ব্যতীত কোনো ট্রেনেরই শিডিউল বিপর্যয় হয়নি। বুড়িমারী এক্সপ্রেস পৌনে ৩ ঘণ্টা দেরি করে ঢাকা ছেড়েছে। এটি সকাল সাড়ে ৮টায় ঢাকা ছাড়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। আসছে দেরি করে, ছেড়ে গেছেও দেরি করে। এ ছাড়া একতা এক্সপ্রেস ৩০ মিনিট বিলম্ব করেছে। বাকি দু-একটি ট্রেনে ১০ থেকে ২০ মিনিট বিলম্ব হয়েছে। তবে তা যাত্রীদের প্রাধান্য দিতেই। দিনের বাকি অংশে সব ট্রেন যথাসময়ে আসবে বলে আশা করেন তিনি।
তবে একইভাবে অনেককে ঢাকা ছাড়তে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে দেখা গেছে। সকাল ১০টায় জামালপুর এক্সপ্রেস, ১০টা ১৫ মিনিটে একতা এক্সপ্রেস, ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী মাহাতাব আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে ঢাকা ছিলাম। এখন ঢাকা আবার যানজটের নগরীতে পরিণত হবে। তাই ঈদে ফাঁকা ঢাকায় ছিলাম, এখন ছুটি নিয়ে গ্রামে যাচ্ছি।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে