Ajker Patrika

ঢামেক হাসপাতাল থেকে নারী প্রতারক আটক

ঢামেক প্রতিবেদক
ঢামেক হাসপাতাল থেকে নারী প্রতারক আটক

ঢাকা মেডিকেল চত্বর থেকে এক নারী প্রতারককে আটক করেছেন আনসার সদস্যরা। নাম শারমিন (৪৫)। হাসপাতালে আসা রোগীদের ওপর চেতনানাশক প্রয়োগ করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিত ওই নারী। 

আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়। 

ভুক্তভোগী সুফিয়া বেগম বলেন, তিনি টাঙ্গাইল সদর উপজেলা থেকে চিকিৎসার জন্য সকালে একাই ঢাকা মেডিকেলে আসেন। বহির্বিভাগ থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার জন্য হাসপাতালের সামনের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন। গেটের সামনে আসলে তখন ওই নারী তার মুখের সামনে হাত দিয়ে কিছু একটি ছড়িয়ে দেয়। এরপরই ধীরে ধীরে তিনি খারাপ অনুভব করতে থাকেন। পরে খেয়াল করেন, ওই নারী তার সঙ্গে থাকা ব্যাগের চেইন খুলে ভেতরে হাত দিয়ে কিছু বের করার চেষ্টা করছে। তখন তিনি তাকে বাধা দেন। এতে ওই নারী উল্টো চড়াও হন তার ওপর। 

সুফিয়া বেগম আরও বলেন, উপায়ান্ত না পেয়ে বাগান গেটে ডিউটিরত আনসার সদস্যদের বিষয়টি জানান। তখন ওই আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পরিচালকের কার্যালয়ে নিয়ে যান। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে আগত রোগীদের ওপর চেতনানাশক প্রয়োগ করে টাকা-পয়সা হাতিয়ে নিত ওই নারী প্রতারক। ওই নারীর সঙ্গে এক পুরিয়া গাঁজাও পাওয়া গেছে। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে। থানা-পুলিশ পরবর্তীতে ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত