নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওমানের মাসকাট থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ২০ ঘণ্টা পরে ছেড়েছে। এতে ফ্লাইটে থাকা প্রবাসী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ফুয়েল ট্যাংকের দুটি স্ক্রু না থাকায় এ সমস্যা দেখা দেয়।
গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফটটি আসার কথা ছিল। প্রায় ২০ ঘণ্টা বিলম্বের পর এয়ারক্রাফটটির যান্ত্রিক ত্রুটি সারানো হয়। পরে ওই ফ্লাইটের ১৪৬ জন যাত্রী নিয়ে দিবাগত রাত ৩টায় ঢাকায় পৌঁছে উড়োজাহাজটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস অ্যান্ড প্ল্যানিং বিভাগের চিফ ইঞ্জিনিয়ার এ আর বি ও কায়সার জামান আজকের পত্রিকাকে বলেন, ‘উড়োজাহাজ মাসকাট বিমানবন্দরে নিরাপদে ল্যান্ড করার পর পাইলটসহ সংশ্লিষ্টরা দেখতে পান, ফুয়েল ট্যাংকের দুটি স্ক্রু নাই। ওমানের প্রকৌশলীদের কাছে বিষয়টি জানানো হয়। তাঁদেরও স্টোরে এই স্ক্রু পাওয়া যায়নি। পরে ঢাকা থেকে আরেকটি ফ্লাইটে প্রকৌশলীরা স্ক্রু নিয়ে যান। তবে ত্রুটি সারাতে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট।’
জানতে চাইলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীদের কোনো সমস্যা হয়নি। তাঁদের হোটেলে রাখা হয়েছিল। উড়োজাহাজের ত্রুটি সারানো হলে গতকাল রাতেই ঢাকার উদ্দেশে রওনা করে। এটি ঢাকায় এসে পৌঁছে রাত ৩টার সময়।’
এদিকে গকাল সকাল ১০টা ১০ মিনিটে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ মডেলের একটি উড়োজাহাজ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করার পরই এর ইঞ্জিনে সমস্যা ধরা পড়ে। এর আগে গত বুধবার বিকেলে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আনলকড’ দরজা নিয়ে রানওয়েতে চলতে শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। পরে বিমানের প্রকৌশলীরা ত্রুটি সারালে প্রায় এক ঘণ্টা বিলম্বে যাত্রা করে ফ্লাইটটি।
ওমানের মাসকাট থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ২০ ঘণ্টা পরে ছেড়েছে। এতে ফ্লাইটে থাকা প্রবাসী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ফুয়েল ট্যাংকের দুটি স্ক্রু না থাকায় এ সমস্যা দেখা দেয়।
গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফটটি আসার কথা ছিল। প্রায় ২০ ঘণ্টা বিলম্বের পর এয়ারক্রাফটটির যান্ত্রিক ত্রুটি সারানো হয়। পরে ওই ফ্লাইটের ১৪৬ জন যাত্রী নিয়ে দিবাগত রাত ৩টায় ঢাকায় পৌঁছে উড়োজাহাজটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস অ্যান্ড প্ল্যানিং বিভাগের চিফ ইঞ্জিনিয়ার এ আর বি ও কায়সার জামান আজকের পত্রিকাকে বলেন, ‘উড়োজাহাজ মাসকাট বিমানবন্দরে নিরাপদে ল্যান্ড করার পর পাইলটসহ সংশ্লিষ্টরা দেখতে পান, ফুয়েল ট্যাংকের দুটি স্ক্রু নাই। ওমানের প্রকৌশলীদের কাছে বিষয়টি জানানো হয়। তাঁদেরও স্টোরে এই স্ক্রু পাওয়া যায়নি। পরে ঢাকা থেকে আরেকটি ফ্লাইটে প্রকৌশলীরা স্ক্রু নিয়ে যান। তবে ত্রুটি সারাতে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট।’
জানতে চাইলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীদের কোনো সমস্যা হয়নি। তাঁদের হোটেলে রাখা হয়েছিল। উড়োজাহাজের ত্রুটি সারানো হলে গতকাল রাতেই ঢাকার উদ্দেশে রওনা করে। এটি ঢাকায় এসে পৌঁছে রাত ৩টার সময়।’
এদিকে গকাল সকাল ১০টা ১০ মিনিটে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ মডেলের একটি উড়োজাহাজ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করার পরই এর ইঞ্জিনে সমস্যা ধরা পড়ে। এর আগে গত বুধবার বিকেলে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আনলকড’ দরজা নিয়ে রানওয়েতে চলতে শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। পরে বিমানের প্রকৌশলীরা ত্রুটি সারালে প্রায় এক ঘণ্টা বিলম্বে যাত্রা করে ফ্লাইটটি।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১০ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২১ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৪ মিনিট আগে