দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দৌলতপুর উপজেলায় পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ ঘটনায় গত রোববার রাতে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন বড় হাতকোড়া গ্রামের আব্দুল মজিদ নামের ভুক্তভোগী এক গ্রাহক। গতকাল সোমবার দুপুরে দৌলতপুর থানা-পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে হাজির করলে আদালত মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেন।
আজ মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সেলিনা খাতুন তাঁদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রোববার উপজেলার ধামস্বর ইউনিয়নের কাকনা বাজারের ‘দেশ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি’-এর কার্যালয় থেকে ওই সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ কার্যালয়ের প্রতিনিধি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেশ মাল্টিপারপাস ঋণদান সমবায় সমিতির সভাপতি আছমা আক্তার, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম দুলাল।
এজাহার এবং র্যাব সূত্রে জানা গেছে, ১২ বছর আগে উপজেলার কাকনা বাজারে ‘দেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে ক্ষুদ্র ঋণদান সমিতির একটি প্রতিষ্ঠান খুলে শতকরা ১৫ ভাগ হারে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের সহজ ও সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করতে থাকেন। অধিক মুনাফা দেওয়ার কথায় আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ওই প্রতিষ্ঠানে অর্থ আমানত রাখেন। পরবর্তীতে লভ্যাংশের অর্থ না দেওয়ায় গ্রাহকদের মধ্যে সন্দেহের দেখা দেয়। এরপর তারা আমানত হিসেবে রাখা জামানতের অর্থ ফেরত চাইলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা কালক্ষেপণ করতে থাকেন। গত রোববার সকাল ১০টার দিকে ১০-১২ জন গ্রাহক কাকনা বাজারে ওই প্রতিষ্ঠানে গিয়ে আমানতের টাকা ফেরত চাইলে ওই তিন ব্যক্তি তাঁদের হুমকি-ধমকি দেন। এরপর তারা র্যাবের মানিকগঞ্জ ক্যাম্পে এসে অভিযোগ করেন। র্যাবের মানিকগঞ্জ ক্যাম্পের একটি দল কাকনা বাজারে প্রতিষ্ঠানটি থেকে ওই তিনজনকে আটক করেন।
র্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, প্রায় ১২ বছরে কথিত ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তারকৃত ওই তিনজনকে রোববার রাতে দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন বলেন, আসামিদের আমাদের কাছে হস্তান্তর করার পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
দৌলতপুর উপজেলায় পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ ঘটনায় গত রোববার রাতে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন বড় হাতকোড়া গ্রামের আব্দুল মজিদ নামের ভুক্তভোগী এক গ্রাহক। গতকাল সোমবার দুপুরে দৌলতপুর থানা-পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে হাজির করলে আদালত মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেন।
আজ মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সেলিনা খাতুন তাঁদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রোববার উপজেলার ধামস্বর ইউনিয়নের কাকনা বাজারের ‘দেশ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি’-এর কার্যালয় থেকে ওই সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ কার্যালয়ের প্রতিনিধি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেশ মাল্টিপারপাস ঋণদান সমবায় সমিতির সভাপতি আছমা আক্তার, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম দুলাল।
এজাহার এবং র্যাব সূত্রে জানা গেছে, ১২ বছর আগে উপজেলার কাকনা বাজারে ‘দেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে ক্ষুদ্র ঋণদান সমিতির একটি প্রতিষ্ঠান খুলে শতকরা ১৫ ভাগ হারে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের সহজ ও সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করতে থাকেন। অধিক মুনাফা দেওয়ার কথায় আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ওই প্রতিষ্ঠানে অর্থ আমানত রাখেন। পরবর্তীতে লভ্যাংশের অর্থ না দেওয়ায় গ্রাহকদের মধ্যে সন্দেহের দেখা দেয়। এরপর তারা আমানত হিসেবে রাখা জামানতের অর্থ ফেরত চাইলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা কালক্ষেপণ করতে থাকেন। গত রোববার সকাল ১০টার দিকে ১০-১২ জন গ্রাহক কাকনা বাজারে ওই প্রতিষ্ঠানে গিয়ে আমানতের টাকা ফেরত চাইলে ওই তিন ব্যক্তি তাঁদের হুমকি-ধমকি দেন। এরপর তারা র্যাবের মানিকগঞ্জ ক্যাম্পে এসে অভিযোগ করেন। র্যাবের মানিকগঞ্জ ক্যাম্পের একটি দল কাকনা বাজারে প্রতিষ্ঠানটি থেকে ওই তিনজনকে আটক করেন।
র্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, প্রায় ১২ বছরে কথিত ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তারকৃত ওই তিনজনকে রোববার রাতে দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন বলেন, আসামিদের আমাদের কাছে হস্তান্তর করার পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে