Ajker Patrika

অধিক মুনাফার লোভ দেখিয়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ৩

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
অধিক মুনাফার লোভ দেখিয়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ৩

দৌলতপুর উপজেলায় পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

এ ঘটনায় গত রোববার রাতে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন বড় হাতকোড়া গ্রামের আব্দুল মজিদ নামের ভুক্তভোগী এক গ্রাহক। গতকাল সোমবার দুপুরে দৌলতপুর থানা-পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে হাজির করলে আদালত মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেন। 

আজ মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সেলিনা খাতুন তাঁদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

রোববার উপজেলার ধামস্বর ইউনিয়নের কাকনা বাজারের ‘দেশ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি’-এর কার্যালয় থেকে ওই সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে গ্রেপ্তার করে র‍্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ কার্যালয়ের প্রতিনিধি দল। 

গ্রেপ্তারকৃতরা হলেন, দেশ মাল্টিপারপাস ঋণদান সমবায় সমিতির সভাপতি আছমা আক্তার, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম দুলাল। 

এজাহার এবং র‌্যাব সূত্রে জানা গেছে, ১২ বছর আগে উপজেলার কাকনা বাজারে ‘দেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে ক্ষুদ্র ঋণদান সমিতির একটি প্রতিষ্ঠান খুলে শতকরা ১৫ ভাগ হারে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের সহজ ও সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করতে থাকেন। অধিক মুনাফা দেওয়ার কথায় আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ওই প্রতিষ্ঠানে অর্থ আমানত রাখেন। পরবর্তীতে লভ্যাংশের অর্থ না দেওয়ায় গ্রাহকদের মধ্যে সন্দেহের দেখা দেয়। এরপর তারা আমানত হিসেবে রাখা জামানতের অর্থ ফেরত চাইলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা কালক্ষেপণ করতে থাকেন। গত রোববার সকাল ১০টার দিকে ১০-১২ জন গ্রাহক কাকনা বাজারে ওই প্রতিষ্ঠানে গিয়ে আমানতের টাকা ফেরত চাইলে ওই তিন ব্যক্তি তাঁদের হুমকি-ধমকি দেন। এরপর তারা র‌্যাবের মানিকগঞ্জ ক্যাম্পে এসে অভিযোগ করেন। র‌্যাবের মানিকগঞ্জ ক্যাম্পের একটি দল কাকনা বাজারে প্রতিষ্ঠানটি থেকে ওই তিনজনকে আটক করেন।

র‌্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, প্রায় ১২ বছরে কথিত ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তারকৃত ওই তিনজনকে রোববার রাতে দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন বলেন, আসামিদের আমাদের কাছে হস্তান্তর করার পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত