Ajker Patrika

সখীপুরে বেতবনে চিতাবাঘের বিচরণ, গ্রামজুড়ে আতঙ্ক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৯: ১৮
সখীপুরে বেতবনে চিতাবাঘের বিচরণ, গ্রামজুড়ে আতঙ্ক

টাঙ্গাইলের সখীপুরে একটি বেতবাগানে বেশ কয়েক দিন ধরে চিতাবাঘ বিচরণ করছে বলে জানা গেছে। এতে গ্রামবাসীর মধ্যে কয়েক সপ্তাহ ধরে আতঙ্ক বিরাজ করছে। বেশ কয়েক দিন ধরে উপজেলার হতেয়া গ্রামের লোকজন বাঘ দেখেছে বলে প্রচার করলেও অনেকেই তা বিশ্বাস করেনি। কিন্তু গতকাল শনিবার বিকেলে স্থানীয় এক যুবক দূর থেকে বেতবনের সড়কে বসে থাকা একটি চিতাবাঘের ছবি ফেসবুকে পোস্ট করলে গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

হতেয়া গ্রামের বাসিন্দা স্বপন আহমেদ বলেন, ‘এত দিন বাঘ দেখার বিষয়টি কেউ পাত্তা দেয়নি। কিন্তু ছবিটি ফেসবুকে পোস্ট করলে গতকাল বিকেল থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ওই বাঘ চারটি ছাগল খেয়ে ফেলেছে। কেউ কেউ বাঘের কয়েকটি বাচ্চাও দেখেছে বলে জানিয়েছে।’ 

হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বন বিভাগের হতেয়া রেঞ্জ কার্যালয়ের কাছেই একটি বেতবন রয়েছে। ওই বনেই বাঘটি নিয়মিত আনাগোনা করে। 

এ বিষয়ে বন বিভাগের হতেয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল আহাদ বলেন, ‘প্রায় তিন মাস ধরে এলাকায় একটি চিতাবাঘ বিচরণ করছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলেছি। একই সঙ্গে ওই বেতবনে জনসাধারণের প্রবেশ নিষেধ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত