Ajker Patrika

এবার নারায়ণগঞ্জে মিলল ফ্রেশ ব্র্যান্ডের মোড়কে ভারতীয় চিনি, ৬২৪ বস্তা জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৪, ২০: ৫৬
এবার নারায়ণগঞ্জে মিলল ফ্রেশ ব্র্যান্ডের মোড়কে ভারতীয় চিনি, ৬২৪ বস্তা জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা থেকে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে পৌরসভার নয়ানগর এলাকার একটি গোডাউন থেকে এসব চিনি জব্দ করা হয়। 

এ সময় ৪৮০ বস্তা ভারতীয় ব্র্যান্ডের মোড়ক এবং ১৪৪ বস্তা ফ্রেশ ব্র্যান্ডের মোড়কে ভরা চিনি জব্দ করা হয়। অবৈধভাবে ভারতীয় চিনি মজুত করার দায়ে দেওয়ান এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

এর আগে গত ২৭ এপ্রিল চট্টগ্রামে একটি ফার্নিচার কারখানায় অবৈধভাবে মজুত করা ৬০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কারখানার মালিককে আটক করা হয়েছে। ওই সময়ও চিনিগুলো ফ্রেশ ব্র্যান্ডের মোড়কে ভরা ছিল। 

অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রবিন মিয়া বলেন, ‘ভারতীয় চিনি অবৈধভাবে আমদানি করে বাজারজাত করায় দেশীয় চিনি ব্যবসায়ীরা লোকসান গুনছে। এসব চিনি বাজারজাত করার জন্য মজুত করা হয়েছিল। ফ্রেশ ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করছিল তারা। অভিযানে দেওয়ান এন্টারপ্রাইজের গোডাউন থেকে ৬২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ টাকা। ভারতীয় চিনি সংরক্ষণ ও বিপণনের দায়ে প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জব্দকৃত মালামাল নিলামে বিক্রির জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের জিম্মায় দেওয়া হয়েছে।’ 

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‍্যাব-১১-এর মেজর অনাবিল ইমাম, কৃষি বিপণন কর্মকর্তা আতিকুল ইসলামসহ পুলিশের একটি টিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত