অনলাইন ডেস্ক
ঢাকার মঞ্চনাটক মানেই সাধারণত শিল্পকলা একাডেমি কিংবা বেইলি রোডের মঞ্চ। ‘বিস্ময়কর সবকিছু’ নামের নাটক নিয়ে সৈয়দ জামিল আহমেদ নাট্যামোদী দর্শকদের একরকম বিস্মিত করেই নাটককে নিয়ে এসেছিলেন মঞ্চের বাইরে, আক্ষরিক অর্থে মধ্যবিত্তের ড্রয়িংরুমে। দর্শককে কষ্ট করে মিলনায়তনে আসতে হয়নি, দর্শকের কাছেই চলে এসেছিল নাটক। সেই নতুন সাহসী ধারারই দ্বিতীয় প্রযোজনা ‘তবুও জেগে উঠি’ নিয়ে এল নাটকের দল ‘স্পর্ধা: ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’।
সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত ‘বিস্ময়কর সবকিছু’ নাটকের অভিনেত্রী মহসিনা আক্তারই আবার গতকাল বৃহস্পতিবার দর্শকের সামনে নাটক নিয়ে হাজির। এবার তিনি নির্দেশকের ভূমিকায়। তাঁর নির্দেশনায় ‘তবুও জেগে উঠি’র উদ্বোধনী প্রদর্শনী হলো সন্ধ্যায় রাজধানীর পান্থপথের মীর তাজ স্কয়ার ভবনের সাততলায়।
আগেই জানা গিয়েছিল, সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই দর্শকে পূর্ণ ছিল প্রদর্শনী। গতকাল রাত ৮টা ও ১০টায় নাটকটির দুটি মঞ্চায়ন হয়।
তবুও জেগে উঠি নাটকের বিষয়বস্তু নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণ। নারী-পুরুষ শিশু বয়সে একসঙ্গে বেড়ে উঠলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের ব্যবধান বাড়ে। সমাজ বারবার মনে করিয়ে দেয় নারী ও পুরুষ আলাদা। পুরুষতান্ত্রিক ক্ষমতায়ন ব্যবস্থায় এরপর কোনোভাবেই আর সমান মর্যাদায় দাঁড়াতে দেওয়া হয় না নারীদের। স্বীকার করা হয় না তার কোনো অবদান। তবুও নারী বারবার ঘুরে দাঁড়ায়, টেনেহিঁচড়ে হলেও এগিয়ে যায়।
নাট্যদল ‘স্পর্ধা’ বলছে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী কিছুটা হলেও বদলে যাওয়া পরিবেশে তাদের তরুণ নাট্যকর্মীরা শুরু করেছে এক নতুন যাত্রা। তারা সমাজের সমস্যাগুলোকে চিহ্নিত করে নতুন কিছু উপস্থাপন করতে চায়, যাতে দর্শকদের জন্য থাকবে ভিন্নধর্মী অভিজ্ঞতা। দেড় মাস ধরে খেটে ১৫ জন নাট্যকর্মীর একটি দল তৈরি করেছে ৪৫ মিনিটের এই আয়োজনটি।
নাটকে অভিনয় করেছেন শারমিন আক্তার শর্মী, সিফাত নওরীন বহ্নি, ফারিহা জান্নাত মিম, মরিয়ম রূপা, নাঈমা তাসনিম প্রমুখ। নির্দেশনা সহযোগী শাহানাজ পারভীন জোনাকী।
ঢাকার মঞ্চনাটক মানেই সাধারণত শিল্পকলা একাডেমি কিংবা বেইলি রোডের মঞ্চ। ‘বিস্ময়কর সবকিছু’ নামের নাটক নিয়ে সৈয়দ জামিল আহমেদ নাট্যামোদী দর্শকদের একরকম বিস্মিত করেই নাটককে নিয়ে এসেছিলেন মঞ্চের বাইরে, আক্ষরিক অর্থে মধ্যবিত্তের ড্রয়িংরুমে। দর্শককে কষ্ট করে মিলনায়তনে আসতে হয়নি, দর্শকের কাছেই চলে এসেছিল নাটক। সেই নতুন সাহসী ধারারই দ্বিতীয় প্রযোজনা ‘তবুও জেগে উঠি’ নিয়ে এল নাটকের দল ‘স্পর্ধা: ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’।
সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত ‘বিস্ময়কর সবকিছু’ নাটকের অভিনেত্রী মহসিনা আক্তারই আবার গতকাল বৃহস্পতিবার দর্শকের সামনে নাটক নিয়ে হাজির। এবার তিনি নির্দেশকের ভূমিকায়। তাঁর নির্দেশনায় ‘তবুও জেগে উঠি’র উদ্বোধনী প্রদর্শনী হলো সন্ধ্যায় রাজধানীর পান্থপথের মীর তাজ স্কয়ার ভবনের সাততলায়।
আগেই জানা গিয়েছিল, সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই দর্শকে পূর্ণ ছিল প্রদর্শনী। গতকাল রাত ৮টা ও ১০টায় নাটকটির দুটি মঞ্চায়ন হয়।
তবুও জেগে উঠি নাটকের বিষয়বস্তু নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণ। নারী-পুরুষ শিশু বয়সে একসঙ্গে বেড়ে উঠলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের ব্যবধান বাড়ে। সমাজ বারবার মনে করিয়ে দেয় নারী ও পুরুষ আলাদা। পুরুষতান্ত্রিক ক্ষমতায়ন ব্যবস্থায় এরপর কোনোভাবেই আর সমান মর্যাদায় দাঁড়াতে দেওয়া হয় না নারীদের। স্বীকার করা হয় না তার কোনো অবদান। তবুও নারী বারবার ঘুরে দাঁড়ায়, টেনেহিঁচড়ে হলেও এগিয়ে যায়।
নাট্যদল ‘স্পর্ধা’ বলছে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী কিছুটা হলেও বদলে যাওয়া পরিবেশে তাদের তরুণ নাট্যকর্মীরা শুরু করেছে এক নতুন যাত্রা। তারা সমাজের সমস্যাগুলোকে চিহ্নিত করে নতুন কিছু উপস্থাপন করতে চায়, যাতে দর্শকদের জন্য থাকবে ভিন্নধর্মী অভিজ্ঞতা। দেড় মাস ধরে খেটে ১৫ জন নাট্যকর্মীর একটি দল তৈরি করেছে ৪৫ মিনিটের এই আয়োজনটি।
নাটকে অভিনয় করেছেন শারমিন আক্তার শর্মী, সিফাত নওরীন বহ্নি, ফারিহা জান্নাত মিম, মরিয়ম রূপা, নাঈমা তাসনিম প্রমুখ। নির্দেশনা সহযোগী শাহানাজ পারভীন জোনাকী।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৫ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৯ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে