Ajker Patrika

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ দলের কর্মী হত্যা, দুজনকে একদিন করে রিমান্ড

প্রতিনিধি, শরীয়তপুর
প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ দলের কর্মী হত্যা, দুজনকে একদিন করে রিমান্ড

শরীয়তপুরের নড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ দলের কর্মীকে হত্যার মামলায় গ্রেপ্তার শহীদুল ইসলাম মীর বহর ও সাজ্জাদ সরদারের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবা উদ্দিন খান এই আদেশ দেন। মামলার তদন্তে থাকা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলার অপর দুই আসামি রাজনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গাজী ও ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল মাদবর কারাগারে রয়েছেন। 

এর আগে গত ৮ সেপ্টেম্বর আলমগীর হোসেন মীর বহরকে হত্যার অভিযোগে রাজনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গাজীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গাজী ও ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল মাদবর। ওই মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি শহীদুল ইসলাম মীর বহর ও সাজ্জাদ সরদারের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। 

মামলার এজাহার ও ডিবি পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গাজীর সঙ্গে সাবেক ইউপি আলিউজ্জামান মীর মালতের বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রতিপক্ষের সমর্থকদের ফাঁসাতে ২৮ আগস্ট পূর্ব পরিকল্পিতভাবে নিজ দলের সমর্থক আলমগীর হোসেন মীর বহরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে জাকির গাজী ও তার সমর্থকরা। পরদিন রোববার সকালে ঘটনাস্থল থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই জাহাঙ্গীর মীর বহর বাদী হয়ে প্রতিপক্ষের ৫৪ জনকে আসামি করে ৩১ আগস্ট নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ১ সেপ্টেম্বর মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের কল রেকর্ড সংগ্রহ করে হত্যার সঙ্গে গ্রেপ্তারদের সম্পৃক্ততার প্রমাণ পায় তদন্তকারী কর্মকর্তারা। 

মোবাইল ফোন ট্র্যাক করে ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে চেয়ারম্যান জাকির গাজী, ইউপি সদস্য জয়নাল মাদবর ও শরীয়তপুর থেকে শহীদুল ইসলাম মীর বহর এবং সাজ্জাদ সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত