প্রতিনিধি, শরীয়তপুর
শরীয়তপুরের নড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ দলের কর্মীকে হত্যার মামলায় গ্রেপ্তার শহীদুল ইসলাম মীর বহর ও সাজ্জাদ সরদারের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবা উদ্দিন খান এই আদেশ দেন। মামলার তদন্তে থাকা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলার অপর দুই আসামি রাজনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গাজী ও ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল মাদবর কারাগারে রয়েছেন।
এর আগে গত ৮ সেপ্টেম্বর আলমগীর হোসেন মীর বহরকে হত্যার অভিযোগে রাজনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গাজীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গাজী ও ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল মাদবর। ওই মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি শহীদুল ইসলাম মীর বহর ও সাজ্জাদ সরদারের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।
মামলার এজাহার ও ডিবি পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গাজীর সঙ্গে সাবেক ইউপি আলিউজ্জামান মীর মালতের বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রতিপক্ষের সমর্থকদের ফাঁসাতে ২৮ আগস্ট পূর্ব পরিকল্পিতভাবে নিজ দলের সমর্থক আলমগীর হোসেন মীর বহরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে জাকির গাজী ও তার সমর্থকরা। পরদিন রোববার সকালে ঘটনাস্থল থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই জাহাঙ্গীর মীর বহর বাদী হয়ে প্রতিপক্ষের ৫৪ জনকে আসামি করে ৩১ আগস্ট নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ১ সেপ্টেম্বর মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের কল রেকর্ড সংগ্রহ করে হত্যার সঙ্গে গ্রেপ্তারদের সম্পৃক্ততার প্রমাণ পায় তদন্তকারী কর্মকর্তারা।
মোবাইল ফোন ট্র্যাক করে ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে চেয়ারম্যান জাকির গাজী, ইউপি সদস্য জয়নাল মাদবর ও শরীয়তপুর থেকে শহীদুল ইসলাম মীর বহর এবং সাজ্জাদ সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।
শরীয়তপুরের নড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ দলের কর্মীকে হত্যার মামলায় গ্রেপ্তার শহীদুল ইসলাম মীর বহর ও সাজ্জাদ সরদারের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবা উদ্দিন খান এই আদেশ দেন। মামলার তদন্তে থাকা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলার অপর দুই আসামি রাজনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গাজী ও ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল মাদবর কারাগারে রয়েছেন।
এর আগে গত ৮ সেপ্টেম্বর আলমগীর হোসেন মীর বহরকে হত্যার অভিযোগে রাজনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গাজীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গাজী ও ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল মাদবর। ওই মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি শহীদুল ইসলাম মীর বহর ও সাজ্জাদ সরদারের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।
মামলার এজাহার ও ডিবি পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গাজীর সঙ্গে সাবেক ইউপি আলিউজ্জামান মীর মালতের বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রতিপক্ষের সমর্থকদের ফাঁসাতে ২৮ আগস্ট পূর্ব পরিকল্পিতভাবে নিজ দলের সমর্থক আলমগীর হোসেন মীর বহরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে জাকির গাজী ও তার সমর্থকরা। পরদিন রোববার সকালে ঘটনাস্থল থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই জাহাঙ্গীর মীর বহর বাদী হয়ে প্রতিপক্ষের ৫৪ জনকে আসামি করে ৩১ আগস্ট নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ১ সেপ্টেম্বর মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের কল রেকর্ড সংগ্রহ করে হত্যার সঙ্গে গ্রেপ্তারদের সম্পৃক্ততার প্রমাণ পায় তদন্তকারী কর্মকর্তারা।
মোবাইল ফোন ট্র্যাক করে ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে চেয়ারম্যান জাকির গাজী, ইউপি সদস্য জয়নাল মাদবর ও শরীয়তপুর থেকে শহীদুল ইসলাম মীর বহর এবং সাজ্জাদ সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
২ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
২ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৪ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৫ মিনিট আগে