Ajker Patrika

জবি শিক্ষক সমিতির নেতৃত্বে জাকির-মাশরিক

জবি প্রতিনিধি
জবি শিক্ষক সমিতির নেতৃত্বে জাকির-মাশরিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন সভাপতি ও ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত জবিশিসের নির্বাচন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ছগীর হোসেন খন্দকার ফলাফল ঘোষণা করেন। 

নির্বাচনে সহসভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজা নির্বাচিত হয়েছেন। 

এদিকে কোষাধ্যক্ষ পদে দুই প্রার্থী ২৫৬ ভোট পাওয়ায় লটারি মাধ্যমে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেনকে জয়ী ঘোষণা করা হয়। 

এ ছাড়া সদস্য পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহানা জামান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. শামসুন নাহার, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন। 

নির্বাচনে ৬৬৭ জন ভোটারের মধ্যে ৫১৫ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী নির্বাচন চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত