Ajker Patrika

সাভারে বেতন নিয়ে দ্বন্দ্বে পরিবহনশ্রমিক খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ০৯
সাভারে বেতন নিয়ে দ্বন্দ্বে পরিবহনশ্রমিক খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

বেতনের সাড়ে ৯ হাজার টাকা না পেয়ে বাস ভাড়ার ৮ হাজার টাকা নিয়ে চলে গিয়েছিলেন পরিবহনশ্রমিক দুই ভাই জয়নাল আবেদিন বিজয় (২৩) ও হৃদয় হোসেন (১৮)। সেই টাকার জন্য বাসের ব্যবস্থাপকসহ কয়েকজন মিলে দুই ভাইকে মারধর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজয়ের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর মা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করলে পুলিশ বিপ্লবকে গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন। এর আগে আজ সকালে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।

নিহত পরিবহনশ্রমিক বিজয় আশুলিয়ার চারিগ্রাম এলাকার মমিন মিয়ার ছেলে। মামলার আসামিরা হলেন ইতিহাস পরিবহনের একটি বাসের ব্যবস্থাপক বিপ্লব (৩৫), সাকিল (১৮), সাঈমসহ (১৯) অজ্ঞাতপরিচয় কয়েকজন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিজয় ও হৃদয় ইতিহাস পরিবহনের একটি বাসে কন্ডাক্টর ও হেলপার হিসেবে কাজ করতেন। তাঁদের দুজনের বেতন ছিল সাড়ে ৯ হাজার টাকা। কিন্তু বাসটির ব্যবস্থাপক বিপ্লব তাঁদের বেতনের টাকা দিচ্ছিলেন না। ১৩ সেপ্টেম্বর বাস ভাড়ার ৮ হাজার টাকা জমা না দিয়ে দুই ভাই বাসায় চলে যান।

মামলার এজাহারে আরও বলা হয়, বাসচালকের কাছ থেকে এ কথা শুনে তাঁদের খুঁজতে থাকেন বিপ্লব। পরদিন ১৪ সেপ্টেম্বর আশুলিয়ার নবীনগর এলাকায় হৃদয় ও বিজয়কে পেয়ে সহযোগীদের নিয়ে বিপ্লব তাঁদের মারধর করেন। এ সময় বিজয়কে ছুরিকাঘাত করেন শাকিল। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর বিজয়ের মৃত্যু হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন তাঁদের মা ঝর্ণা বেগম।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে অভিযান চালিয়ে বিপ্লব নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিকে রিমান্ড চেয়ে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত