প্রতিনিধি
গাজীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে ভাইরাল হওয়া কাকলী ফার্নিচারের একাধিক ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ খোলা হয়েছে। বিষয়টি নজরে আসায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোহেল রানা। গত রোববার দিবাগত রাত ১১টায় তিনি শ্রীপুর থানায় জিডি করেন।
সোহেল রানা বলেন, ‘দামে কম, মানে ভালো, কাকলী ফার্নিচার’ স্লোগানের বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে কাকলী ফার্নিচারের নামে একাধিক ফেসবুক আইডি ও পেজ এবং গ্রুপ খোলা হয়েছে। এতে গ্রাহকদের প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করার উদ্দেশ্যেই তারা এমন কাজ করছে।
সোহেল আরও বলেন, কেউ কেউ ভাইরাল মুহূর্তে শখের বসে, সৎ উদ্দেশ্যে পেজ, আইডি খুলতে পারেন। ওই আইডি, পেজ ও গ্রুপগুলো বন্ধ করতে অনুরোধ জানান তিনি।
গ্রাহকদের উদ্দেশে সোহেল বলেন, প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তাঁদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করে তিনি সচেতন হওয়ার অনুরোধ করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, শ্রীপুরের গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান কাকলী ফার্নিচার এরই মধ্যে দেশ–বিদেশে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণে উৎসুক জনতা এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। আবার এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার জন্যও করে থাকতে পারেন। সব বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে ভাইরাল হওয়া কাকলী ফার্নিচারের একাধিক ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ খোলা হয়েছে। বিষয়টি নজরে আসায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোহেল রানা। গত রোববার দিবাগত রাত ১১টায় তিনি শ্রীপুর থানায় জিডি করেন।
সোহেল রানা বলেন, ‘দামে কম, মানে ভালো, কাকলী ফার্নিচার’ স্লোগানের বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে কাকলী ফার্নিচারের নামে একাধিক ফেসবুক আইডি ও পেজ এবং গ্রুপ খোলা হয়েছে। এতে গ্রাহকদের প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করার উদ্দেশ্যেই তারা এমন কাজ করছে।
সোহেল আরও বলেন, কেউ কেউ ভাইরাল মুহূর্তে শখের বসে, সৎ উদ্দেশ্যে পেজ, আইডি খুলতে পারেন। ওই আইডি, পেজ ও গ্রুপগুলো বন্ধ করতে অনুরোধ জানান তিনি।
গ্রাহকদের উদ্দেশে সোহেল বলেন, প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তাঁদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করে তিনি সচেতন হওয়ার অনুরোধ করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, শ্রীপুরের গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান কাকলী ফার্নিচার এরই মধ্যে দেশ–বিদেশে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণে উৎসুক জনতা এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। আবার এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার জন্যও করে থাকতে পারেন। সব বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
২ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
২ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৯ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৫ মিনিট আগে