নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬-এর ওপর দিয়ে ৫১টি ভবনে টানা হয়েছে ইন্টারনেট ও ডিশের তার। মেট্রোরেলের রুটের অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা এসব তার ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য চিঠি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে সেই চিঠি এখনো হাতে পায়নি ইন্টারনেট ও কেব্ল অপারেটররা। চিঠি হাতে না পেলেও কাজ শুরু করেছেন তাঁরা।
আজ শনিবার কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, তাঁদের যাঁরা সদস্য আছেন তাঁদের বলা হয়েছে। যদি কারও তার থাকে, তবে সেটি যেন সরিয়ে নেন। না হলে যে আইনগত ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। এর দায়ভার অ্যাসোসিয়েশন নিতে পারবে না।
সাইফুল হোসেন বলেন, তাঁদের অপারেটররা বেশির ভাগ তার সরিয়ে নিয়েছেন। এখন যে তার আছে সেগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বলেন, তারা গণমাধ্যমের মাধ্যমে চিঠি সম্পর্কে জেনেছেন। এখনো চিঠি হাতে পাননি।
ইমদাদুল হক বলেন, তাঁদের এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে তাঁরা তার সরাবেন না। যেহেতু তারা (এমআরটি-৬) বলেছে সেই পরিপ্রেক্ষিতে কাজ শুরু করা হয়েছে। সদস্যদের জানানো হয়েছে, কারও এমন তার থাকলে তা সরিয়ে নিতে। তবে সময় আর একটু বেশি লাগবে।
ইমদাদুল হক বলেন, ১০ থেকে ১৫টি ভবনে তাঁদের তার থাকতে পারে। ২৪ ঘণ্টায় এটা সম্ভব না। শুক্র ও শনিবার এমনিতে বন্ধ। পাশাপাশি কিছু বিষয় আছে। ইচ্ছা করলেই আন্ডারগ্রাউন্ড কেব্ল পাওয়া যাবে না। বিকল্পব্যবস্থায় ওভারহেড কেব্ল দিয়ে সরিয়ে নিতে হবে। সেই প্রক্রিয়া চলছে।
সময়ের ব্যাপারে মেট্রোরেল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে কি না—এমন প্রশ্নে ইমদাদুল হক বলেন, ‘শুক্রবার রাতেই জানতে পেরেছি। ফরমাল যে চিঠি পাঠিয়েছে, সেটি আমাদের হাতে এখনো পৌঁছায়নি। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এরপরেই কাজ শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে কাল (রোববার) তাঁদের জানানো হবে।’
এর আগে ২৮ মার্চ বৃহস্পতিবার এই বিষয়ে কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বরাবর চিঠি দেয় এমআরটি-৬-এর প্রকল্প পরিচালক মো. আফতাব উদ্দিন তালুকদার।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬-এর রুট অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে ৫১টি ভবনে ইন্টারনেট ও ডিশের তার টানা হয়েছে। এসব তার যেকোনো মুহূর্তে ছিঁড়ে মেট্রোরেলের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর পড়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি। এমআরটি লাইন-৬-এর ডিপো এলাকা, স্টেশন, রুট অ্যালাইনমেন্ট এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬-এর ওপর দিয়ে ৫১টি ভবনে টানা হয়েছে ইন্টারনেট ও ডিশের তার। মেট্রোরেলের রুটের অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা এসব তার ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য চিঠি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে সেই চিঠি এখনো হাতে পায়নি ইন্টারনেট ও কেব্ল অপারেটররা। চিঠি হাতে না পেলেও কাজ শুরু করেছেন তাঁরা।
আজ শনিবার কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, তাঁদের যাঁরা সদস্য আছেন তাঁদের বলা হয়েছে। যদি কারও তার থাকে, তবে সেটি যেন সরিয়ে নেন। না হলে যে আইনগত ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। এর দায়ভার অ্যাসোসিয়েশন নিতে পারবে না।
সাইফুল হোসেন বলেন, তাঁদের অপারেটররা বেশির ভাগ তার সরিয়ে নিয়েছেন। এখন যে তার আছে সেগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বলেন, তারা গণমাধ্যমের মাধ্যমে চিঠি সম্পর্কে জেনেছেন। এখনো চিঠি হাতে পাননি।
ইমদাদুল হক বলেন, তাঁদের এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে তাঁরা তার সরাবেন না। যেহেতু তারা (এমআরটি-৬) বলেছে সেই পরিপ্রেক্ষিতে কাজ শুরু করা হয়েছে। সদস্যদের জানানো হয়েছে, কারও এমন তার থাকলে তা সরিয়ে নিতে। তবে সময় আর একটু বেশি লাগবে।
ইমদাদুল হক বলেন, ১০ থেকে ১৫টি ভবনে তাঁদের তার থাকতে পারে। ২৪ ঘণ্টায় এটা সম্ভব না। শুক্র ও শনিবার এমনিতে বন্ধ। পাশাপাশি কিছু বিষয় আছে। ইচ্ছা করলেই আন্ডারগ্রাউন্ড কেব্ল পাওয়া যাবে না। বিকল্পব্যবস্থায় ওভারহেড কেব্ল দিয়ে সরিয়ে নিতে হবে। সেই প্রক্রিয়া চলছে।
সময়ের ব্যাপারে মেট্রোরেল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে কি না—এমন প্রশ্নে ইমদাদুল হক বলেন, ‘শুক্রবার রাতেই জানতে পেরেছি। ফরমাল যে চিঠি পাঠিয়েছে, সেটি আমাদের হাতে এখনো পৌঁছায়নি। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এরপরেই কাজ শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে কাল (রোববার) তাঁদের জানানো হবে।’
এর আগে ২৮ মার্চ বৃহস্পতিবার এই বিষয়ে কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বরাবর চিঠি দেয় এমআরটি-৬-এর প্রকল্প পরিচালক মো. আফতাব উদ্দিন তালুকদার।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬-এর রুট অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে ৫১টি ভবনে ইন্টারনেট ও ডিশের তার টানা হয়েছে। এসব তার যেকোনো মুহূর্তে ছিঁড়ে মেট্রোরেলের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর পড়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি। এমআরটি লাইন-৬-এর ডিপো এলাকা, স্টেশন, রুট অ্যালাইনমেন্ট এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১১ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
১৯ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
২৪ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে