প্রতিনিধি পাংশা (রাজবাড়ী)
রাজবাড়ীর পাংশা উপজেলায় সংস্কারের দুই বছর পর সড়কে ধস নেমেছে। ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছেন চালকেরা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ নিয়ে চালকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। খুব দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন চালকেরা।
পাংশা হেডকোয়ার্টার থেকে লাঙ্গলবাঁধ সড়কে সরেজমিনে দেখা যায়, বাবুপাড়া ইউনিয়নের ভূরকুলিয়া গ্রামের ভূরকুলিয়া জামে মসজিদসংলগ্ন এলাকায় সড়কটির একটি অংশ পুকুরে ধসে পড়েছে। এই সড়ক দিয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ওষুধ, কৃষিপণ্য সরবরাহ করতে চলাচল করছে শত শত যানবাহন। এ ছাড়া অটোভ্যান, নছিমন, করিমন, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে এ সড়কে। রোগী বহনকারী গাড়িও চলছে প্রতিনিয়ত। এ সড়ক দিয়ে মাগুরা ও যশোর জেলার উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাংশা উপজেলার প্রকৌশলী ইঞ্জিনিয়ার বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, সড়কটি ২০১৯ সালে সংস্কার করা হয়েছে। সড়কের পাশে পুকুর খনন করায় ধস নেমেছে। সড়কের পাশে পুকুর খনন করতে হলে সরকারি বিধিমালা অনুযায়ী সড়কে কর্নার থেকে দশ ফিট জায়গা ফেলে রেখে পুকুর খনন করার কথা। সরকারি বিধিমালা অনুসরণ না করে পুকুর খনন করায় ধস নেমেছে। এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে পুকুরের মালিক মো. আশরাফুজ্জামান বলেন, ‘আমি ২০০২ সালে পুকুরটি খনন করে মাছ চাষ করে আসছি। পুকুরটি খননের সময় সড়কের পাশ দিয়ে সুন্দর করে চালা বেঁধে দিয়েছিলাম। বছর দুয়েক হলো সড়কটি নির্মাণ করা হয়েছে। ভারী বর্ষণে রাস্তার পাশ দিয়ে পানি গড়ে যাওয়ার কারণে ধস নেমেছে।’
রাজবাড়ীর পাংশা উপজেলায় সংস্কারের দুই বছর পর সড়কে ধস নেমেছে। ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছেন চালকেরা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ নিয়ে চালকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। খুব দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন চালকেরা।
পাংশা হেডকোয়ার্টার থেকে লাঙ্গলবাঁধ সড়কে সরেজমিনে দেখা যায়, বাবুপাড়া ইউনিয়নের ভূরকুলিয়া গ্রামের ভূরকুলিয়া জামে মসজিদসংলগ্ন এলাকায় সড়কটির একটি অংশ পুকুরে ধসে পড়েছে। এই সড়ক দিয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ওষুধ, কৃষিপণ্য সরবরাহ করতে চলাচল করছে শত শত যানবাহন। এ ছাড়া অটোভ্যান, নছিমন, করিমন, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে এ সড়কে। রোগী বহনকারী গাড়িও চলছে প্রতিনিয়ত। এ সড়ক দিয়ে মাগুরা ও যশোর জেলার উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাংশা উপজেলার প্রকৌশলী ইঞ্জিনিয়ার বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, সড়কটি ২০১৯ সালে সংস্কার করা হয়েছে। সড়কের পাশে পুকুর খনন করায় ধস নেমেছে। সড়কের পাশে পুকুর খনন করতে হলে সরকারি বিধিমালা অনুযায়ী সড়কে কর্নার থেকে দশ ফিট জায়গা ফেলে রেখে পুকুর খনন করার কথা। সরকারি বিধিমালা অনুসরণ না করে পুকুর খনন করায় ধস নেমেছে। এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে পুকুরের মালিক মো. আশরাফুজ্জামান বলেন, ‘আমি ২০০২ সালে পুকুরটি খনন করে মাছ চাষ করে আসছি। পুকুরটি খননের সময় সড়কের পাশ দিয়ে সুন্দর করে চালা বেঁধে দিয়েছিলাম। বছর দুয়েক হলো সড়কটি নির্মাণ করা হয়েছে। ভারী বর্ষণে রাস্তার পাশ দিয়ে পানি গড়ে যাওয়ার কারণে ধস নেমেছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
৩৯ মিনিট আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৭ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৮ ঘণ্টা আগে