নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোরবানির ঈদের তিন দিনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকা থেকে প্রায় ৫২ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করলেও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আরও দুই দিন এ কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
গত শনিবার (৭ জুন) ঈদের দিন সকালে নামাজের পরপরই রাজধানীর অলিতে-গলিতে কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজ শুরু হয়। দুপুরের আগেই রাস্তায় জমা পশুবর্জ্য অপসারণে মাঠে নামেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। ঈদের দ্বিতীয় দিন রোববার এবং তৃতীয় দিন সোমবারও ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই করা হয়েছে।
জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনে এবার পশু কোরবানি হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৮৩৪টি। এর মধ্যে উত্তর সিটিতে ৪ লাখ ৬৬ হাজার ৮০টি এবং দক্ষিণ সিটিতে ১ লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু কোরবানি হয়েছে।
দক্ষিণে বর্জ্য অপসারণ সমাপ্তি ঘোষণা
ঈদের তৃতীয় দিন গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ সমাপ্তি ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে রাজধানীর ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের কর্মযজ্ঞের সমাপ্তি ঘোষণা করেছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া।
ডিএনসিসি প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আজহার প্রথম ও দ্বিতীয় দিনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭৫টি ওয়ার্ড থেকে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। তৃতীয় দিন পর্যন্ত মোট ৩১ হাজার ২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এ বছর বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার মেট্রিকটন। অর্থাৎ লক্ষ্যমাত্রার অধিক বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা সম্ভব হয়েছে।
শাহজাহান মিয়া আরও বলেন, ডিএসসিসির অস্থায়ী ইজারাকৃত ৮টি পশুর হাটের মধ্যে ৮টি হাটের বাঁশের খুঁটি, ভাসমান ও উড়ন্ত ময়লা অপসারণ করা হয়েছে। হাটের সামগ্রিক বর্জ্য অপসারণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আশা করা যায় দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে।
উত্তরে চলছে বর্জ্য অপসারণ
ঈদুল আজহার তিন দিনে ২০ হাজার ৮৮৯ টন কোরবানির পশু বর্জ্য অপসারণের পর, আরও দুই দিন এ কাজ চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সোমবার ডিএনসিসি নগর ভবনে আয়োজিত কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, সোমবার ঈদুল আজহার তৃতীয় দিনে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও তা মঙ্গল ও বুধবার পর্যন্ত চলমান থাকবে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ‘প্রথম দিনের আগে আমরা এস্টিমেট (ধারণা) করেছিলাম এবার প্রায় ২০ হাজার টন ময়লা উৎপাদন করা হবে। সোমবার পর্যন্ত ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং ল্যান্ডফিলে ডাম্প করতে পেরেছি।’
আজ মঙ্গলবার পর্যন্ত বর্জ্য অপসারণের হালনাগাদ তথ্য জানতে চাইলে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এ বি এম সামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনসিসির বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণের কাজ চলছে। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বর্জ্য অপসারণের পরিসংখ্যান দেওয়া হয়েছে, আজকে নতুন করে পরিসংখ্যান দিতে চাই না।’
কোরবানির ঈদের তিন দিনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকা থেকে প্রায় ৫২ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করলেও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আরও দুই দিন এ কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
গত শনিবার (৭ জুন) ঈদের দিন সকালে নামাজের পরপরই রাজধানীর অলিতে-গলিতে কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজ শুরু হয়। দুপুরের আগেই রাস্তায় জমা পশুবর্জ্য অপসারণে মাঠে নামেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। ঈদের দ্বিতীয় দিন রোববার এবং তৃতীয় দিন সোমবারও ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই করা হয়েছে।
জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনে এবার পশু কোরবানি হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৮৩৪টি। এর মধ্যে উত্তর সিটিতে ৪ লাখ ৬৬ হাজার ৮০টি এবং দক্ষিণ সিটিতে ১ লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু কোরবানি হয়েছে।
দক্ষিণে বর্জ্য অপসারণ সমাপ্তি ঘোষণা
ঈদের তৃতীয় দিন গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ সমাপ্তি ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে রাজধানীর ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের কর্মযজ্ঞের সমাপ্তি ঘোষণা করেছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া।
ডিএনসিসি প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আজহার প্রথম ও দ্বিতীয় দিনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭৫টি ওয়ার্ড থেকে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। তৃতীয় দিন পর্যন্ত মোট ৩১ হাজার ২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এ বছর বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার মেট্রিকটন। অর্থাৎ লক্ষ্যমাত্রার অধিক বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা সম্ভব হয়েছে।
শাহজাহান মিয়া আরও বলেন, ডিএসসিসির অস্থায়ী ইজারাকৃত ৮টি পশুর হাটের মধ্যে ৮টি হাটের বাঁশের খুঁটি, ভাসমান ও উড়ন্ত ময়লা অপসারণ করা হয়েছে। হাটের সামগ্রিক বর্জ্য অপসারণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আশা করা যায় দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে।
উত্তরে চলছে বর্জ্য অপসারণ
ঈদুল আজহার তিন দিনে ২০ হাজার ৮৮৯ টন কোরবানির পশু বর্জ্য অপসারণের পর, আরও দুই দিন এ কাজ চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সোমবার ডিএনসিসি নগর ভবনে আয়োজিত কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, সোমবার ঈদুল আজহার তৃতীয় দিনে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও তা মঙ্গল ও বুধবার পর্যন্ত চলমান থাকবে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ‘প্রথম দিনের আগে আমরা এস্টিমেট (ধারণা) করেছিলাম এবার প্রায় ২০ হাজার টন ময়লা উৎপাদন করা হবে। সোমবার পর্যন্ত ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং ল্যান্ডফিলে ডাম্প করতে পেরেছি।’
আজ মঙ্গলবার পর্যন্ত বর্জ্য অপসারণের হালনাগাদ তথ্য জানতে চাইলে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এ বি এম সামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনসিসির বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণের কাজ চলছে। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বর্জ্য অপসারণের পরিসংখ্যান দেওয়া হয়েছে, আজকে নতুন করে পরিসংখ্যান দিতে চাই না।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক আবিদুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন মদিনা মেরিটাইম গ্রুপের শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত কোম্পানির চত্বরে এ বিক্ষোভ মিছিল হয়। প্রায় ৯০০ শ্রমিক এতে অংশ নেন।
২ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৩ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রাম থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানার পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের রহিতুল্লাহ সুপার মার্কেটের সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেবগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহযোগিতায় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহালু থানা-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের বার মাইল-তিন দিঘি গামী পাকা রাস্তার কুর্নিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে