Ajker Patrika

ট্রাক্টর উল্টে চালক ও সহযোগী নিহত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১২: ৪৪
ট্রাক্টর উল্টে চালক ও সহযোগী নিহত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাক্টর উল্টে দুজন নিহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত দুজনের একজন ট্রাক্টরচালক, অপরজন তাঁর সহযোগী। আজ শুক্রবার সকালে স্থানীয়রা তাঁদের দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। গতকাল শুক্রবার রাতে হরিরামপুর উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছগ্রামের পাশে জমি চাষ করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হন তাঁরা।

নিহতের একজন এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মো. রুস্তম (২১), অপরজন ফরিদপুর জেলার শালেপুর চরভদ্রাসন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. আশরাফুল (২০)।

স্থানীয়রা বলছেন, আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছগ্রাম প্রকল্পের মাথায়, সোয়াখা খালে ট্রাক্টরচালক ও সহযোগী চাপা পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় ঘুমের ঘোরে চালাতে গিয়ে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়েন তাঁরা। সকালে তাঁদের ট্রাক্টরের নিচে চাপা পড়ে থাকতে দেখা যায়। 

আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার ইউনিয়নে ট্রাক্টর দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আমি রাস্তায় আছি, স্পটে যাচ্ছি।’ 

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা এলাকার সোয়াখা খালে ট্রাক্টর দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তদন্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামকে চরাঞ্চলের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত