ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
যমুনা নদীতে নাব্যতা-সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তাতে নদীর উভয় পাড়ে আটকা পড়েছে শতাধিক পণ্যবোঝাই ট্রাক। সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ড্রেজিংয়ের কাজ শুরু করেছে।
তবে দ্রুত পানি কমতে থাকায় ১৩ কিলোমিটার দীর্ঘ এ রুটে অনেক স্থানে ডুবোচর জেগে ওঠায় পলি অপসারণে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। নৌরুটের ফেরি চলাচল চ্যানেলের গভীরতা বাড়লে ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ শনিবার বেলা ৩টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ড্রেজিং ইউনিট প্রকৌশলী ওসমান গনি বলেন, এ বছর পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাটসহ নির্ধারিত নৌরুটে ৩৮ লাখ ঘনমিটার পলি অপসারণের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ২৪০ ফুট প্রস্থ বেসিং ও ১০ ফুট গভীরতার চ্যানেল তৈরির কার্যক্রম চলছে।
ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি যমুনা নদীতে ডুবোচরের কারণে মাঝেমধ্যে নৌ-চ্যানেলের যানবাহন বোঝাই ফেরি আটকে পড়ত। আরিচা ফেরিঘাটের অদূরে ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এরপরও ফেরিগুলো ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। তবে নদীতে পানি কমে যাওয়ায় নৌ-চ্যানেলটি সরু হতে থাকে।
এই চ্যানেল দিয়ে ফেরি চলাচল করার জন্য যতটুকু গভীরতা আর পানি প্রয়োজন সেটা নেই। ফলে নাব্যতা সংকটের কারণে গতকাল শুক্রবার রাত ১০টা থেকে নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তাতে উভয় ঘাট এলাকায় বেশ কিছু পণ্যবাহী ট্রাকসহ যানবাহন আটকা পড়েছে। নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় আটকে পড়া যানবাহনগুলোর চালক ও শ্রমিকেরা বিপাকে পড়েছেন।
পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকচালক আসলাম মিয়া বলেন, চট্টগ্রাম থেকে সামুদ্রিক মাছ নিয়ে আসা ট্রাকটি গতকাল ভোর ৫টার দিকে আরিচা ঘাটে পৌঁছায়। দীর্ঘ সময় অপেক্ষার পরও আজ দুপুর পর্যন্ত ফেরি পার হতে পারেনি। এর সঙ্গে মাছের দুটি ট্রাক পার হতে না পেরে চট্টগ্রাম ফিরে গেছে। তিনিও আর কিছুক্ষণ অপেক্ষা করবেন। সময়মতো পার না হতে পারলে মাছ পচে যাবে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গত জুন মাসের ১৭ তারিখ থেকে এ রুটে ড্রেজিং কার্যক্রম শুরু হয়। আরিচা থেকে কাজিরহাট পর্যন্ত নৌ-পথের কানাইদিয়া, মোল্লার চর নামক স্থানে ড্রেজিং চলছে। বিআইডব্লিউটিএ ড্রেজিং ইউনিটের নিজস্ব ৯টি ড্রেজার মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, নাব্যতা সংকটের কারণে গতকাল শুক্রবার রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌ-রুটে ফেরি চলাচলের জন্য নৌ-চ্যানেলের গভীরতা কমে গেছে, পানিও কম। নাব্যতা সংকট না কাটলে ফেরি চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। নৌ-চ্যানেলটি সচল না করা পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।
যমুনা নদীতে নাব্যতা-সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তাতে নদীর উভয় পাড়ে আটকা পড়েছে শতাধিক পণ্যবোঝাই ট্রাক। সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ড্রেজিংয়ের কাজ শুরু করেছে।
তবে দ্রুত পানি কমতে থাকায় ১৩ কিলোমিটার দীর্ঘ এ রুটে অনেক স্থানে ডুবোচর জেগে ওঠায় পলি অপসারণে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। নৌরুটের ফেরি চলাচল চ্যানেলের গভীরতা বাড়লে ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ শনিবার বেলা ৩টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ড্রেজিং ইউনিট প্রকৌশলী ওসমান গনি বলেন, এ বছর পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাটসহ নির্ধারিত নৌরুটে ৩৮ লাখ ঘনমিটার পলি অপসারণের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ২৪০ ফুট প্রস্থ বেসিং ও ১০ ফুট গভীরতার চ্যানেল তৈরির কার্যক্রম চলছে।
ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি যমুনা নদীতে ডুবোচরের কারণে মাঝেমধ্যে নৌ-চ্যানেলের যানবাহন বোঝাই ফেরি আটকে পড়ত। আরিচা ফেরিঘাটের অদূরে ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এরপরও ফেরিগুলো ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। তবে নদীতে পানি কমে যাওয়ায় নৌ-চ্যানেলটি সরু হতে থাকে।
এই চ্যানেল দিয়ে ফেরি চলাচল করার জন্য যতটুকু গভীরতা আর পানি প্রয়োজন সেটা নেই। ফলে নাব্যতা সংকটের কারণে গতকাল শুক্রবার রাত ১০টা থেকে নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তাতে উভয় ঘাট এলাকায় বেশ কিছু পণ্যবাহী ট্রাকসহ যানবাহন আটকা পড়েছে। নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় আটকে পড়া যানবাহনগুলোর চালক ও শ্রমিকেরা বিপাকে পড়েছেন।
পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকচালক আসলাম মিয়া বলেন, চট্টগ্রাম থেকে সামুদ্রিক মাছ নিয়ে আসা ট্রাকটি গতকাল ভোর ৫টার দিকে আরিচা ঘাটে পৌঁছায়। দীর্ঘ সময় অপেক্ষার পরও আজ দুপুর পর্যন্ত ফেরি পার হতে পারেনি। এর সঙ্গে মাছের দুটি ট্রাক পার হতে না পেরে চট্টগ্রাম ফিরে গেছে। তিনিও আর কিছুক্ষণ অপেক্ষা করবেন। সময়মতো পার না হতে পারলে মাছ পচে যাবে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গত জুন মাসের ১৭ তারিখ থেকে এ রুটে ড্রেজিং কার্যক্রম শুরু হয়। আরিচা থেকে কাজিরহাট পর্যন্ত নৌ-পথের কানাইদিয়া, মোল্লার চর নামক স্থানে ড্রেজিং চলছে। বিআইডব্লিউটিএ ড্রেজিং ইউনিটের নিজস্ব ৯টি ড্রেজার মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, নাব্যতা সংকটের কারণে গতকাল শুক্রবার রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌ-রুটে ফেরি চলাচলের জন্য নৌ-চ্যানেলের গভীরতা কমে গেছে, পানিও কম। নাব্যতা সংকট না কাটলে ফেরি চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। নৌ-চ্যানেলটি সচল না করা পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
১০ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৮ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
২১ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১ ঘণ্টা আগে