নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম সাহিদুল হাসান ওরফে জিতু (২৩), যিনি পেশায় দিনমজুর ছিলেন।
গতকাল বুধবার বিকেলে কল্যাণপুরের পাইকপাড়া ঈশা খাঁ সড়কের একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গার নিচ থেকে গুরুতর আহত অবস্থায় সাহিদুলকে উদ্ধার করা হয়। পরে তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত যুবকের মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় সাহিদুলের পূর্বপরিচিত মো. সাব্বির (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাহিদুলকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, সাহিদুল ও সাব্বির একসঙ্গে চলাফেরা করতেন। সাহিদুলের বাবা শাহিন মিয়া নেশাগ্রস্ত ছিলেন এবং তাঁকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে সাব্বিরের সঙ্গে সাহিদুলের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং একাধিকবার ঝগড়ার পর এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, মৃত্যুর আগে সাহিদুল তাঁর স্বজনদের কাছে ঘটনার বিবরণ দেন। তিনি জানান, সাব্বির তাঁকে ফোন করে বিরোধ মীমাংসার কথা বলে নির্মাণাধীন ভবনের সামনে আসতে বলেন। সাহিদুল সেখানে গেলে তাঁকে সপ্তম তলায় নিয়ে যাওয়া হয়, যেখানে অজ্ঞাতনামা আরও দুই-তিনজন ব্যক্তি ছিলেন। তর্কাতর্কির একপর্যায়ে তাঁরা মিলে সাহিদুলকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে দেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ আরও জানায়, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেপ্তার সাব্বিরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়, যেখানে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম সাহিদুল হাসান ওরফে জিতু (২৩), যিনি পেশায় দিনমজুর ছিলেন।
গতকাল বুধবার বিকেলে কল্যাণপুরের পাইকপাড়া ঈশা খাঁ সড়কের একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গার নিচ থেকে গুরুতর আহত অবস্থায় সাহিদুলকে উদ্ধার করা হয়। পরে তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত যুবকের মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় সাহিদুলের পূর্বপরিচিত মো. সাব্বির (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাহিদুলকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, সাহিদুল ও সাব্বির একসঙ্গে চলাফেরা করতেন। সাহিদুলের বাবা শাহিন মিয়া নেশাগ্রস্ত ছিলেন এবং তাঁকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে সাব্বিরের সঙ্গে সাহিদুলের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং একাধিকবার ঝগড়ার পর এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, মৃত্যুর আগে সাহিদুল তাঁর স্বজনদের কাছে ঘটনার বিবরণ দেন। তিনি জানান, সাব্বির তাঁকে ফোন করে বিরোধ মীমাংসার কথা বলে নির্মাণাধীন ভবনের সামনে আসতে বলেন। সাহিদুল সেখানে গেলে তাঁকে সপ্তম তলায় নিয়ে যাওয়া হয়, যেখানে অজ্ঞাতনামা আরও দুই-তিনজন ব্যক্তি ছিলেন। তর্কাতর্কির একপর্যায়ে তাঁরা মিলে সাহিদুলকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে দেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ আরও জানায়, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেপ্তার সাব্বিরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়, যেখানে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে