গাজীপুর প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল রেলসড়কে গাজীপুর মহানগরীর ভাগলপুর এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিনের সামনে বসা পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেন চাঁপাই মেইল সালনার ভাগলপুর লেভেল ক্রসিং এলাকায় পৌঁছালে একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের সামনে রেলিং পাশে থাকা পাঁচজন যাত্রী আহত হন। আহতের হাত ও পা বিভিন্ন স্থানে কেটে যায়।
পরে ট্রেনটি না থেমে মৌচাক রেলস্টেশনে আসলে আহত যাত্রীদের নামানো হয়। তাঁদের মধ্যে গুরুতর দুজনকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ট্রাকটির খোঁজ পাওয়া যায়নি।
মৌচাক রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘চাঁপাইগামী লোকাল ট্রেন মৌচাক স্টেশনে এলে কয়েকজন আহত যাত্রী নামেন। শুনেছি সালনা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে এবং রক্ত লেগে ছিল। লোকাল ট্রেনে যাত্রী বেশি থাকায় ট্রেনের সামনে উঠেছিলেন কিছু যাত্রী। আহত ব্যক্তিদের মধ্যে একজনের পায়ের রগ কেটে গেছে। কিন্তু তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।’
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম বলেন, ‘ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা শুনেছি। ট্রাকটি কীভাবে ওই সময় রেললাইনের ওপরে উঠেছে, আমরা খোঁজখবর নিচ্ছি।’
ঢাকা-টাঙ্গাইল রেলসড়কে গাজীপুর মহানগরীর ভাগলপুর এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিনের সামনে বসা পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেন চাঁপাই মেইল সালনার ভাগলপুর লেভেল ক্রসিং এলাকায় পৌঁছালে একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের সামনে রেলিং পাশে থাকা পাঁচজন যাত্রী আহত হন। আহতের হাত ও পা বিভিন্ন স্থানে কেটে যায়।
পরে ট্রেনটি না থেমে মৌচাক রেলস্টেশনে আসলে আহত যাত্রীদের নামানো হয়। তাঁদের মধ্যে গুরুতর দুজনকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ট্রাকটির খোঁজ পাওয়া যায়নি।
মৌচাক রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘চাঁপাইগামী লোকাল ট্রেন মৌচাক স্টেশনে এলে কয়েকজন আহত যাত্রী নামেন। শুনেছি সালনা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে এবং রক্ত লেগে ছিল। লোকাল ট্রেনে যাত্রী বেশি থাকায় ট্রেনের সামনে উঠেছিলেন কিছু যাত্রী। আহত ব্যক্তিদের মধ্যে একজনের পায়ের রগ কেটে গেছে। কিন্তু তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।’
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম বলেন, ‘ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা শুনেছি। ট্রাকটি কীভাবে ওই সময় রেললাইনের ওপরে উঠেছে, আমরা খোঁজখবর নিচ্ছি।’
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে