ঢামেক প্রতিবেদক
রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় ছুরিকাঘাতে আহত গৃহবধূ বিথী আক্তার (২২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়ে যান তাঁর স্বামী।
গতকাল সোমবার বেলা ৩টার দিকে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান বিথী। এ ঘটনায় প্রতিবেশী জীবন বাড্ডা থানায় আটক আছেন।
নিহত বিথীর বড় ভাই ইয়াছিন মিয়া জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাইশাপুর গ্রামে। বর্তমানে গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার পাগার বটতলা এলাকায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন বিথী। কমল বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন।
ইয়াছিন মিয়া অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যার দিকে জানতে পারি আমার বোন বিথীকে বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় তাঁর স্বামী কমল ছুরিকাঘাত করেছে। তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে বোনের মরদেহ দেখতে পাই। তবে স্বামী কমল হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এ সময় তাদের প্রতিবেশী জীবনকে হাসপাতালে দেখতে পাই। পরে পুলিশ জীবন থানায় ধরে নিয়ে যায়।’
ইয়াছিন আরও বলেন, ‘বিথী স্বামী-সন্তান নিয়ে আগে বাড্ডা এলাকায় থাকত। তিন মাস ধরে টঙ্গি থাকে। গতকাল বিথীকে টঙ্গি থেকে বাড্ডায় এনে ছুরিকাঘাত করে। পরে নিজেই ঢাকা মেডিকেল নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসককে জানায় অ্যাক্সিডেন্ট করেছে। ভর্তি খাতায় অ্যাক্সিডেন্ট উল্লেখ করে। পরে কমল তার প্রতিবেশী জীবনকে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়।’
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, পারিবারিক কলহের জেরে গতকাল কমল তাঁর স্ত্রী বিথীর ডান পাঁজরে ছুরিকাঘাত করে। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার পর কমল পালিয়ে গেছে। তবে তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।
রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় ছুরিকাঘাতে আহত গৃহবধূ বিথী আক্তার (২২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়ে যান তাঁর স্বামী।
গতকাল সোমবার বেলা ৩টার দিকে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান বিথী। এ ঘটনায় প্রতিবেশী জীবন বাড্ডা থানায় আটক আছেন।
নিহত বিথীর বড় ভাই ইয়াছিন মিয়া জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাইশাপুর গ্রামে। বর্তমানে গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার পাগার বটতলা এলাকায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন বিথী। কমল বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন।
ইয়াছিন মিয়া অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যার দিকে জানতে পারি আমার বোন বিথীকে বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় তাঁর স্বামী কমল ছুরিকাঘাত করেছে। তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে বোনের মরদেহ দেখতে পাই। তবে স্বামী কমল হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এ সময় তাদের প্রতিবেশী জীবনকে হাসপাতালে দেখতে পাই। পরে পুলিশ জীবন থানায় ধরে নিয়ে যায়।’
ইয়াছিন আরও বলেন, ‘বিথী স্বামী-সন্তান নিয়ে আগে বাড্ডা এলাকায় থাকত। তিন মাস ধরে টঙ্গি থাকে। গতকাল বিথীকে টঙ্গি থেকে বাড্ডায় এনে ছুরিকাঘাত করে। পরে নিজেই ঢাকা মেডিকেল নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসককে জানায় অ্যাক্সিডেন্ট করেছে। ভর্তি খাতায় অ্যাক্সিডেন্ট উল্লেখ করে। পরে কমল তার প্রতিবেশী জীবনকে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়।’
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, পারিবারিক কলহের জেরে গতকাল কমল তাঁর স্ত্রী বিথীর ডান পাঁজরে ছুরিকাঘাত করে। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার পর কমল পালিয়ে গেছে। তবে তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১৯ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২২ মিনিট আগে