Ajker Patrika

ভোগান্তি হলেও শিক্ষার্থীদের আন্দোলনে খুশি সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোগান্তি হলেও শিক্ষার্থীদের আন্দোলনে খুশি সাধারণ মানুষ

রাজধানীতে নিরাপদ সড়ক ও শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে বিপাকে পড়েছেন রাস্তায় বের হওয়া মানুষেরা। যানবাহন না পেয়ে ভোগান্তির শিকার হলেও ছাত্রদের প্রতি ক্ষোভ নেই কারও। ছাত্রদের আন্দোলন যৌক্তিক বলছেন সাধারণ মানুষ। 

আজ বুধবার বেলা ১১টা থেকে রামপুরা, বাড্ডাসব বিভিন্ন সড়ক বন্ধ করে নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। 

রামপুরা টিভি সেন্টারের সামনে কথা হয় শফিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, আগামীকাল আমি ওমরা হজে যাব। বসুন্ধরা গিয়েছিলাম করোনা টেস্ট দিতে। এখন হেঁটে হেঁটে ফিরতে হচ্ছে। আমাদের কষ্ট হলেও আমরা চাই ছাত্রদের আন্দোলনের কারণে সড়কে শৃঙ্খলা ফিরুক। 

ফারুক হোসেন নামের আরেক পথচারী বলেন, আমাদের দেশে কথা বলার জায়গা নেই। সংসদ, প্রেসক্লাব কোথাও দাঁড়িয়ে দাবি আদায় করা যায় না। কিন্তু ছাত্ররা দেখিয়েছে রাস্তায় নেমে কি ভাবে আন্দোলন করে নিজেদের দাবি আদায় করতে হয়।
 
আমাদের কষ্ট হলেও আমরা তাদের সঙ্গে আছি। দাবি আদায় হোক আমরা সেটাই চাই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত