Ajker Patrika

রাজধানীর পল্টনের বাসার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৬: ৩০
রাজধানীর পল্টনের বাসার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর পল্টনের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে মনজুরি আফরোজ (৫৫) নামে এ নারীর মৃত্যু হয়েছে। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন বলে ধারণা পুলিশের। 

আজ বুধবার ভোরে পুরানা পল্টনের একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

মৃত মনজুরির ভগ্নিপতি ড. কাজী এম এম ইকবাল জানান, পুরানা পল্টনের ওই বাসা মনজুরিদের। সেখানে মেয়ে ও বোনের সঙ্গে থাকতেন মনজুরি। তাঁর স্বামী আক্তার হামিদ খান ২০০৭ সালে মারা গেছেন।

ইকবাল জানান, ভোরে বাড়ির দারোয়ান তাঁকে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তখন তাঁর স্বজনদের খবর দেন। পরিবারের ধারণা, ভোরে যেকোনো সময় তিনি বাড়ির ৬তলার ছাদে উঠেছিলেন। সেখান থেকেই লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন মনজুরি। 

দীর্ঘদিন ধরে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। এ ছাড়া মানসিকভাবেও অসুস্থ ছিলেন। মেয়েকে নিয়ে তিনি অনেক বেশি চিন্তা করতেন। এসব কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. সুফিয়ান জানান, খবর পেয়ে সকালে ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিস্তারিত ঘটনা জানার জন্য তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত