Ajker Patrika

উল্টো পথে অটোরিকশা, লরির চাপায় নিহত ৩

সাভার(ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়। ছবি: আজকের পত্রিকা
আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাইপাইল থেকে উল্টো পথে আসা অটোরিকশাটি রাস্তায় পানি জমে থাকা একটি গর্তে পড়ে উল্টে যায়। এ সময় একটি লরির পেছনের চাকায় চাপা পড়ে রিকশার যাত্রীরা। ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

দুর্ঘটনার পর স্থানীয়রা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত