Ajker Patrika

গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধি
গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন

২০ রমজানের আগে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা ও ঈদ বোনাস বেসিক বেতনের সমান পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে ঈদ যাত্রাপথে পরিবহন ভাড়ায় নৈরাজ্য বন্ধ ও সকল শ্রমিকদের বাড়ি ফেরা নিশ্চিত করার দাবি জানানো হয়। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সাভারের শ্রীপুর বাসস্ট্যান্ডে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটির সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটি। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন-বিজিএসএফের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আলাউদ্দিন আলাল। এ সময় আরও উপস্থিত ছিলেন-শ্রমিক নেতা সজল হালদার, খোরশেদ আলম, মো. ফারুক, শাহজাহান প্রমুখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিএসএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু। 

অরবিন্দু বেপারী বিন্দু বলেন, গত তিন দিন আগে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বক্তব্যে বলেছিলেন শ্রমিকেরা পুরো মাস ডিউটি করে অর্ধেক মাসের বেতন পাবেন। যদি শ্রমিকেরা অর্ধেক মাসের বেতন পায় তাহলে তাঁরা কীভাবে ঈদ উদ্‌যাপন করবেন? তাঁরা কীভাবে বাড়ি যাবে? এ খবরটা কি আপনি রেখেছেন শ্রম প্রতিমন্ত্রী? আপনি এই খবরটি রাখতে পারেননি। শ্রম প্রতিমন্ত্রী হয়ে আপনি একজন মালিক বান্ধব প্রতিমন্ত্রী হিসেবে প্রমাণ করেছেন। শ্রম প্রতিমন্ত্রী হিসেবে আপনি অযোগ্যতা প্রমাণ করেছেন। 

শ্রম প্রতিমন্ত্রীর ওই বক্তব্য বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন প্রত্যাখ্যান করছে। সেই সঙ্গে আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকেরা ক্ষোভ প্রকাশ করে আপনার ওই বক্তব্য প্রত্যাখ্যান করছে। 

অরবিন্দু বেপারী বিন্দু আরও বলেন, ২০ রমজানের আগে গার্মেন্টস শ্রমিকসহ সকল শিল্প কারখানার শ্রমিকদের পুরো মাসের বেতন পরিশোধ করতে হবে। বেসিক বেতনের সমান তাঁদের ঈদ বোনাস প্রদান করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। 

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার ঢাকায় শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১ তম সভা এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) ১২ তম সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ঈদুল ফিতরের আগেই তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের বোনাস দিতে হবে। একই সঙ্গে ঈদের ছুটির আগে এপ্রিল মাসের ১৫ দিনের বেতনসহ বকেয়া পরিশোধ করতে হবে। তার এই বক্তব্যে প্রতিবাদ জানিয়েছেন উপস্থিত শ্রমিক নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত