নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারের আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ী খুন ও ডাকাতি ঘটনায় জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মো. রিপন মিয়া (৪০), পাবনার আারিফ প্রামাণিক (৩০), মো. শাহ আলম (৪৫) ও মো. আরমান শেখ (৩৫), কুমিল্লার মো. মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪৫) এবং রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী মো. ইব্রাহিম বাবু (৪৫)।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ মার্চ আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে দিলীপ স্বর্ণালয়ে ডাকতি ও খুনের ঘটনা ঘটে। ঘটনার পরের দিন নিহত দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে গত ১০ মার্চ দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তিনজন মূল ডাকাতদের সহায়তা করে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, প্রথম গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাভারের যাদুরচর, রাজশাহী, রাজবাড়ীর গোয়ালন্দ ও আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ ও এক ভরি স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
এদিকে আজ (মঙ্গলবার) আশুলিয়া থানা-পুলিশের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার দিনে রাত ৮টার দিকে ডাকাত ইমরান ও তাঁর দুই ভাই শাহ আলম আর আরমানসহ রিপন, আরিফ, আকাশ, তালিম ও মাসুদ রানা ওরফে কালা মাসুদ একটি ভাড়া করা প্রাইভেট কার নিয়ে নয়ারহাট বাজারে যায়। ইমরান ও আকাশ গাড়ির ভেতরে অবস্থান করে এবং আরমান ও শাহ আলম ঘটনাস্থল পাহারা দেন।
তালিম ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করেন। রিপন ও আরিফ দুটি চাপাতি দিয়ে ব্যবসায়ী দিলীপ দাসকে কোপ দেন এবং মাসুদ রানা ওরকে কালা মাসুদ স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেন। এরপর তাঁরা গাড়িতে ওঠে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘স্বর্ণ লুট ও ব্যবসায়ী দিলীপ দাস খুনের ঘটনায় আট থেকে নয়জন পেশাদার ডাকাত সরাসরি জড়িত ছিল। তাদের মধ্যে গতকাল (সোমবার) ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সাভারের আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ী খুন ও ডাকাতি ঘটনায় জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মো. রিপন মিয়া (৪০), পাবনার আারিফ প্রামাণিক (৩০), মো. শাহ আলম (৪৫) ও মো. আরমান শেখ (৩৫), কুমিল্লার মো. মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪৫) এবং রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী মো. ইব্রাহিম বাবু (৪৫)।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ মার্চ আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে দিলীপ স্বর্ণালয়ে ডাকতি ও খুনের ঘটনা ঘটে। ঘটনার পরের দিন নিহত দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে গত ১০ মার্চ দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তিনজন মূল ডাকাতদের সহায়তা করে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, প্রথম গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাভারের যাদুরচর, রাজশাহী, রাজবাড়ীর গোয়ালন্দ ও আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ ও এক ভরি স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
এদিকে আজ (মঙ্গলবার) আশুলিয়া থানা-পুলিশের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার দিনে রাত ৮টার দিকে ডাকাত ইমরান ও তাঁর দুই ভাই শাহ আলম আর আরমানসহ রিপন, আরিফ, আকাশ, তালিম ও মাসুদ রানা ওরফে কালা মাসুদ একটি ভাড়া করা প্রাইভেট কার নিয়ে নয়ারহাট বাজারে যায়। ইমরান ও আকাশ গাড়ির ভেতরে অবস্থান করে এবং আরমান ও শাহ আলম ঘটনাস্থল পাহারা দেন।
তালিম ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করেন। রিপন ও আরিফ দুটি চাপাতি দিয়ে ব্যবসায়ী দিলীপ দাসকে কোপ দেন এবং মাসুদ রানা ওরকে কালা মাসুদ স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেন। এরপর তাঁরা গাড়িতে ওঠে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘স্বর্ণ লুট ও ব্যবসায়ী দিলীপ দাস খুনের ঘটনায় আট থেকে নয়জন পেশাদার ডাকাত সরাসরি জড়িত ছিল। তাদের মধ্যে গতকাল (সোমবার) ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
৬ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১৮ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৭ ঘণ্টা আগে