নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার কূটনীতিক এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ।
আজ বুধবার বিকেলে গুলশান-২ নম্বরে কূটনীতিক এলাকার সার্বিক নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
র্যাব-১-এর অধিনায়ক বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত সম্মানিত নাগরিক এবং কূটনীতিক এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার থেকে অভিজাত এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।
এ ছাড়া অভিজাত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীর অভিজাত এলাকায় অনেক বিদেশি নাগরিক বসবাস করেন। তাঁরা যাতে ঈদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, বিষয়টি মাথায় রেখেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ঈদের ছুটিতে নগরীর সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে বাসা-বাড়ি ফাঁকা রেখে অনেকেই গ্রামে গেছেন। সেই সব বাসা-বাড়িতে চুরি, ডাকাতি যাতে না ঘটে, সে বিষয়টিও আমাদের নজরে রয়েছে। বাড়ি যাওয়া লোকজন যেন গ্রামে নির্বিঘ্নে ঈদ করতে পারেন, সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। এ সময় ঈদের ছুটি চলাকালীন র্যাবের বাড়তি নিরাপত্তা বহাল থাকবে।’
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন, বিশেষ ব্যবস্থার মধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অন্য সময়ের চেয়ে বহুগুণ বাড়ানো হয়েছে। এ ছাড়া রোবট পেট্রোলিং, পিকাআপ টহল টিম ও নরমাল অন্যান্য কার্যক্রম বাড়ানো হয়েছে। সেই সঙ্গে অপরাধ রোধে সার্বক্ষণিক সাইবার মনিটরিং টিমও কাজ করছে।
ঈদ উপলক্ষে কোনো হুমকি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো হুমকি নেই। তবে আমরা সব সময় সতর্ক আছি।’
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার কূটনীতিক এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ।
আজ বুধবার বিকেলে গুলশান-২ নম্বরে কূটনীতিক এলাকার সার্বিক নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
র্যাব-১-এর অধিনায়ক বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত সম্মানিত নাগরিক এবং কূটনীতিক এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার থেকে অভিজাত এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।
এ ছাড়া অভিজাত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীর অভিজাত এলাকায় অনেক বিদেশি নাগরিক বসবাস করেন। তাঁরা যাতে ঈদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, বিষয়টি মাথায় রেখেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ঈদের ছুটিতে নগরীর সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে বাসা-বাড়ি ফাঁকা রেখে অনেকেই গ্রামে গেছেন। সেই সব বাসা-বাড়িতে চুরি, ডাকাতি যাতে না ঘটে, সে বিষয়টিও আমাদের নজরে রয়েছে। বাড়ি যাওয়া লোকজন যেন গ্রামে নির্বিঘ্নে ঈদ করতে পারেন, সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। এ সময় ঈদের ছুটি চলাকালীন র্যাবের বাড়তি নিরাপত্তা বহাল থাকবে।’
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন, বিশেষ ব্যবস্থার মধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অন্য সময়ের চেয়ে বহুগুণ বাড়ানো হয়েছে। এ ছাড়া রোবট পেট্রোলিং, পিকাআপ টহল টিম ও নরমাল অন্যান্য কার্যক্রম বাড়ানো হয়েছে। সেই সঙ্গে অপরাধ রোধে সার্বক্ষণিক সাইবার মনিটরিং টিমও কাজ করছে।
ঈদ উপলক্ষে কোনো হুমকি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো হুমকি নেই। তবে আমরা সব সময় সতর্ক আছি।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১৯ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৩৪ মিনিট আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৪ ঘণ্টা আগে