
গাজীপুরের শ্রীপুরে বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে নিরীহ কৃষকদের ফসলের ক্ষতির অভিযোগ উঠেছে। ফসল রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষক-কৃষানি ও স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে ফসল বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে।
আজ বুধবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের পুরাতা বিলের ধারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘স্থানীয় কাওসার মোড়ল জোরপূর্বক পুরাতা বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে আমাদের বিলের জলধারা বন্ধ করে দিয়েছেন। এতে আমাদের বোরো ধান পানির নিচে পড়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পানির জলধারা খুলে না দিলে আমাদের ফসল একেবারে নষ্ট হয়ে যাবে।’
কৃষক নূরুল আমিন বলেন, ‘বছরে একটি ফসল বোরো ধানের ওপর ভর করে চলে আমার ছয় সদস্যের সংসার। এরই মধ্যে শেষ সম্বল হারাতে বসেছি। কাওসার মোড়ল নামে এক ব্যক্তি আমাদের ভাতের হাঁড়ি নিয়ে টানাটানি করছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে বিলের মুখের বাঁধ খুলে আমার ফসল রক্ষা করা হোক।’
ভুক্তভোগী কৃষানি আমেনা খাতুন বলেন, ‘স্বামী-সন্তান নেই। অনেক কষ্টে কাজের লোকজন দিয়ে টাকা-পয়সা খরচ করে ধান রোপণ করেছি। কিন্তু হায়েনার জন্য আমার স্বপ্ন ভাঙতে শুরু হয়েছে। এখন প্রশাসন যদি আমাদের রক্ষা করে।’
অভিযুক্ত মো. কাওসার মোড়ল বলেন, ‘আমি আমার জমিতে বাঁধ নির্মাণ করছি, তাতে অন্য কারও জমির ফসল নষ্ট হলে আমি কী করব! তাদের জমির ফসল তলিয়ে গেলে আমার কিছু করার নেই।’
শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয় কৃষকদের সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে।’
মানববন্ধনে ৩০ জন কৃষক-কৃষানি ও আশপাশের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

গাজীপুরের শ্রীপুরে বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে নিরীহ কৃষকদের ফসলের ক্ষতির অভিযোগ উঠেছে। ফসল রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষক-কৃষানি ও স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে ফসল বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে।
আজ বুধবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের পুরাতা বিলের ধারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘স্থানীয় কাওসার মোড়ল জোরপূর্বক পুরাতা বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে আমাদের বিলের জলধারা বন্ধ করে দিয়েছেন। এতে আমাদের বোরো ধান পানির নিচে পড়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পানির জলধারা খুলে না দিলে আমাদের ফসল একেবারে নষ্ট হয়ে যাবে।’
কৃষক নূরুল আমিন বলেন, ‘বছরে একটি ফসল বোরো ধানের ওপর ভর করে চলে আমার ছয় সদস্যের সংসার। এরই মধ্যে শেষ সম্বল হারাতে বসেছি। কাওসার মোড়ল নামে এক ব্যক্তি আমাদের ভাতের হাঁড়ি নিয়ে টানাটানি করছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে বিলের মুখের বাঁধ খুলে আমার ফসল রক্ষা করা হোক।’
ভুক্তভোগী কৃষানি আমেনা খাতুন বলেন, ‘স্বামী-সন্তান নেই। অনেক কষ্টে কাজের লোকজন দিয়ে টাকা-পয়সা খরচ করে ধান রোপণ করেছি। কিন্তু হায়েনার জন্য আমার স্বপ্ন ভাঙতে শুরু হয়েছে। এখন প্রশাসন যদি আমাদের রক্ষা করে।’
অভিযুক্ত মো. কাওসার মোড়ল বলেন, ‘আমি আমার জমিতে বাঁধ নির্মাণ করছি, তাতে অন্য কারও জমির ফসল নষ্ট হলে আমি কী করব! তাদের জমির ফসল তলিয়ে গেলে আমার কিছু করার নেই।’
শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয় কৃষকদের সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে।’
মানববন্ধনে ৩০ জন কৃষক-কৃষানি ও আশপাশের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

লালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়াধীন থাকা দুটি সড়ক দখলের অভিযোগ উঠেছে। তাঁরা সেখানে কর্তৃপক্ষের অনুমতি ও কার্যাদেশ ছাড়াই কাজ শুরু করেছেন। সেই সঙ্গে কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারদের তা ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সংযোগকারী মওলানা ভাসানী সেতু আজ বুধবার দুপুরে উদ্বোধন হচ্ছে। তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সড়ক যোগাযোগে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে রাজশাহীর নিম্ন আয়ের মানুষ। চারদিক থেকে অভাব-অনটনে ঘিরে ধরা মানুষগুলো বাঁচার আশায় ঋণ নিচ্ছেন। কেউ চড়া সুদে নিচ্ছেন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে, কেউ সুদের কারবারি কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে। একসময় এই ঋণই অনেকের বোঝায় পরিণত হচ্ছে, যা তাঁদের ঠেলে দিচ্ছে হতাশা আর মৃত্যুর দিকে।
৭ ঘণ্টা আগে
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন...
৭ ঘণ্টা আগে