Ajker Patrika

ধর্ষণ চেষ্টার অভিযোগে কবিরাজকে গণধোলাই 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ধর্ষণ চেষ্টার অভিযোগে কবিরাজকে গণধোলাই 

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী ও সন্তানকে ঘরের বাইরে বের করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শাহিন হোসেন সুমন নামে এক কবিরাজের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। 

আজ বুধবার দুপুরে ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বিকেলে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত কবিরাজ শাহিনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর কাঠপট্রি এলাকায়। সে পাগলা এলাকায় কবিরাজী চিকিৎসা করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে মামলা হওয়ায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

মামলায় বাদী উল্লেখ করেন, গৃহবধূর ৫ বছরের কন্যার জন্ডিসের লক্ষণ দেখা দিলে তাকে চিকিৎসা করতে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তখন শাহিন বাসায় গিয়ে চিকিৎসা দেওয়ার কথা বলেন। দুপুরে বাসায় এসে বলেন, বাচ্চার চিকিৎসার প্রয়োজন নেই, বাচ্চার মায়ের চিকিৎসা করলেই হবে। এই কথা বলে তার স্বামী ও ছেলেকে বাইরে বের করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর ডাক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে শাহীনকে গণধোলাই দেয়। পরে পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত