নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী ও সন্তানকে ঘরের বাইরে বের করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শাহিন হোসেন সুমন নামে এক কবিরাজের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আজ বুধবার দুপুরে ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বিকেলে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত কবিরাজ শাহিনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর কাঠপট্রি এলাকায়। সে পাগলা এলাকায় কবিরাজী চিকিৎসা করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে মামলা হওয়ায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
মামলায় বাদী উল্লেখ করেন, গৃহবধূর ৫ বছরের কন্যার জন্ডিসের লক্ষণ দেখা দিলে তাকে চিকিৎসা করতে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তখন শাহিন বাসায় গিয়ে চিকিৎসা দেওয়ার কথা বলেন। দুপুরে বাসায় এসে বলেন, বাচ্চার চিকিৎসার প্রয়োজন নেই, বাচ্চার মায়ের চিকিৎসা করলেই হবে। এই কথা বলে তার স্বামী ও ছেলেকে বাইরে বের করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর ডাক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে শাহীনকে গণধোলাই দেয়। পরে পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী ও সন্তানকে ঘরের বাইরে বের করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শাহিন হোসেন সুমন নামে এক কবিরাজের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আজ বুধবার দুপুরে ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বিকেলে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত কবিরাজ শাহিনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর কাঠপট্রি এলাকায়। সে পাগলা এলাকায় কবিরাজী চিকিৎসা করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে মামলা হওয়ায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
মামলায় বাদী উল্লেখ করেন, গৃহবধূর ৫ বছরের কন্যার জন্ডিসের লক্ষণ দেখা দিলে তাকে চিকিৎসা করতে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তখন শাহিন বাসায় গিয়ে চিকিৎসা দেওয়ার কথা বলেন। দুপুরে বাসায় এসে বলেন, বাচ্চার চিকিৎসার প্রয়োজন নেই, বাচ্চার মায়ের চিকিৎসা করলেই হবে। এই কথা বলে তার স্বামী ও ছেলেকে বাইরে বের করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর ডাক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে শাহীনকে গণধোলাই দেয়। পরে পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা।
চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
১ সেকেন্ড আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৬ মিনিট আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৯ মিনিট আগেচুয়াডাঙ্গায় দিন দিন বেড়েই চলেছে ইজিবাইকের সংখ্যা। অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের হাতে ইজিবাইক থাকায় বাড়ছে যানজট ও দুর্ঘটনা। এসব ইজিবাইকচালকের নেই কোনো প্রশিক্ষণ। ফলে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা, দ্রুতগতিতে গাড়ি চালানো আর পাল্লা দিয়ে ইজিবাইক চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
২৮ মিনিট আগে