Ajker Patrika

গুলিস্তানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১০: ১৯
গুলিস্তানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ড

রাজধানীর গুলিস্তানের নবাবপুর রোডে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে এই ঘটনা ঘটে। এক ঘণ্টা পরে ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। 

আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মো. আনোয়ারুল হক বলেন, চার তলা ভবনের দ্বিতীয় তলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকে আগুন লাগে। ঘটনাস্থলে আসার পর সেখানে প্রচণ্ড ধোঁয়া দেখা যায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে প্রথমে কাজ করতে সমস্যা হচ্ছিল। ঢোকার পর দেখা যায়, ওই তলার ফলস সিলিংগুলোতে যতগুলো এসি ছিল এবং অনেকগুলো কেব্‌ল  ছিল সেগুলো জ্বলছিল। সেই কারণে প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল। আগুনের উৎসস্থল খুঁজে বের করে পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত