Ajker Patrika

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে মুন্সিগঞ্জ জেলায় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আগামী বৃহস্পতিবার (২৩ জুন) থেকে রোববার (২৬ জুন) পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার অস্ত্রের লাইসেন্সধারী কর্তৃক অস্ত্রের চলাচল, বহন ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত