নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আলটিমেটাম দিয়ে প্রায় ৯ ঘণ্টা পর রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার সড়ক অবরোধ তুলে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। তাঁর আগে দাবি পূরণে আলটিমেটাম দেন তাঁরা।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে চার শিক্ষার্থী আন্দোলন ও তাঁদের দাবি দাওয়ার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
শিক্ষার্থীরা বলেন, আজ শনিবার রাত ৮টার মধ্যে সব শিক্ষার্থীদের বহিস্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার করতে হবে। যেসব পুলিশ হামলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে–আগামীকাল রোববার সকাল ১০টা থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে আমরণ অনশন করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা ব্লকেড এবং সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এর আগে ইউআইইউ শিক্ষার্থীরা শনিবার সকাল ৯টার দিকে নতুন বাজার সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কুড়িল–বাড্ডা সড়কে যান চলাচল স্থবির হয়ে পরলে, তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ দুই দফায় শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে দিতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশের লাঠিপেটায় সাত শিক্ষার্থী আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে আবার সড়কে বসে পড়েন। এ সময় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করতে দেখা যায়। তবে ভাটারা থানার পাশে বসে ছিলেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁরা সড়কেই ছিলেন।
সন্ধ্যা ৬টার দিকে তাঁরা সড়ক ছাড়ার ঘোষণা দেন। তবে এর আগে তাঁরা রোববারের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে বিকেল ৪টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের বৈঠক চলছিল।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত মো. মোস্তাসির বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ে স্ব শরীরে ক্লাস শুরু হয়েছে। গুটি কয়েক শিক্ষার্থী অসৎ উদ্দেশ্যে এ আন্দোলনে অংশগ্রহণ করেছে। আন্দোলনে অংশ নেওয়া বেশির ভাগ শিক্ষার্থী ইউআইইউ এর নয়।
তিনি আরও বলেন, সব পক্ষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আলটিমেটাম দিয়ে প্রায় ৯ ঘণ্টা পর রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার সড়ক অবরোধ তুলে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। তাঁর আগে দাবি পূরণে আলটিমেটাম দেন তাঁরা।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে চার শিক্ষার্থী আন্দোলন ও তাঁদের দাবি দাওয়ার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
শিক্ষার্থীরা বলেন, আজ শনিবার রাত ৮টার মধ্যে সব শিক্ষার্থীদের বহিস্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার করতে হবে। যেসব পুলিশ হামলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে–আগামীকাল রোববার সকাল ১০টা থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে আমরণ অনশন করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা ব্লকেড এবং সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এর আগে ইউআইইউ শিক্ষার্থীরা শনিবার সকাল ৯টার দিকে নতুন বাজার সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কুড়িল–বাড্ডা সড়কে যান চলাচল স্থবির হয়ে পরলে, তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ দুই দফায় শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে দিতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশের লাঠিপেটায় সাত শিক্ষার্থী আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে আবার সড়কে বসে পড়েন। এ সময় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করতে দেখা যায়। তবে ভাটারা থানার পাশে বসে ছিলেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁরা সড়কেই ছিলেন।
সন্ধ্যা ৬টার দিকে তাঁরা সড়ক ছাড়ার ঘোষণা দেন। তবে এর আগে তাঁরা রোববারের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে বিকেল ৪টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের বৈঠক চলছিল।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত মো. মোস্তাসির বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ে স্ব শরীরে ক্লাস শুরু হয়েছে। গুটি কয়েক শিক্ষার্থী অসৎ উদ্দেশ্যে এ আন্দোলনে অংশগ্রহণ করেছে। আন্দোলনে অংশ নেওয়া বেশির ভাগ শিক্ষার্থী ইউআইইউ এর নয়।
তিনি আরও বলেন, সব পক্ষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
ঝিনাইদহ শহরের আক্তার ফার্মেসিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে সদর আমলি আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. ওয়াজিবুর রহমান জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৬ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। রোববার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ২৪ ঘণ্টা পার হতে না হতেই চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়
৩৮ মিনিট আগেরাজধানীর রামপুরায় তেলের লরির ধাক্কায় নাজমুল ইসলাম (৪৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা ব্রিজের ওপরে ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের খুলশী থানা-পুলিশ অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়্যারলেস বার্তা ফাঁস করার অভিযোগে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত অমি দাশ পুলিশ টেলিটক ইউনিটের কনস্টেবল।
২ ঘণ্টা আগে