Ajker Patrika

রিমান্ড শেষে সাবেক এমপি দুর্জয় কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ২০: ১৪
আজ বেলা সোয়া ৩টার দিকে দুর্জয়কে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
আজ বেলা সোয়া ৩টার দিকে দুর্জয়কে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সাবেক সংসদ সদস্য ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে বিস্ফোরক আইনের দুটি মামলায় চার দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ নির্দেশ দেন।

এর আগে গত বুধবার রাতে রাজধানীর লালমাটিয়ার নিজের বাসা থেকে দুর্জয়কে গ্রেপ্তার করেন মানিকগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরদিন বৃহস্পতিবার তাঁকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় হওয়া বিস্ফোরণ আইনের মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন দুর্জয়। মামলার বাদী বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ন কবির জানান, আসামি দুর্জয়কে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত