Ajker Patrika

রাজধানীতে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২৫, ২২: ৪৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সাগর আহমেদ (৩২) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সাগরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সাগরের ভাই আল-আমিন জানান, শুক্রবার রাতে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের সড়কে দু-তিনজন দুর্বৃত্ত তাঁর ভাইয়ের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা তাঁর ভাইয়ের মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাঁর ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক বলেন, ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি মোটরসাইকেল ও ব্যাগ খুইয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেমরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত