Ajker Patrika

১৪ বাড়ি: ওয়াসার তাকসিমের বিরুদ্ধে এবার যোগ হলো অর্থ পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৫: ৪০
১৪ বাড়ি: ওয়াসার তাকসিমের বিরুদ্ধে এবার যোগ হলো অর্থ পাচারের অভিযোগ

ওয়াসার এমডি তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি থাকার সংবাদ প্রকাশের পর তাঁর বিরুদ্ধে নতুন করে অর্থ পাচারের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তার মাধ্যমে এ তথ্য জানা গেছে। ওই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ বাড়ি-সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকসিম এ খানের বিরুদ্ধে আগে থেকে চলমান অনুসন্ধানের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।’ 

ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘তাকসিম এ খান, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসার বিরুদ্ধে ১৩ বছরে বিদেশি ঋণ করা বড় বড় প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে হুন্ডিসহ বিভিন্ন উপায়ে আমেরিকায় পাচার করে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্কসহ বিভিন্ন শহরে বিলাসবহুল ১৪টি বাড়ি, গাড়ি ক্রয়সহ মানি লন্ডারিংয়ের অভিযোগ সংযুক্ত করা হয়েছে।’

এর আগে ৯ জানুয়ারি প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক সমকাল। পরে ওই প্রতিবেদন আদালত আমলে নিয়ে অভিযোগ দুটির অনুসন্ধানের অগ্রগতি জানতে চান হাইকোর্ট। এ সময় আদালত দুদককে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে নির্দেশ দেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত