Ajker Patrika

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৪, ১৬: ১১
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধসহ বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দেয়। 

শ্রমিকেরা জানান, স্থানীয় ইথিক্যাল গার্মেন্টসের শ্রমিকদের গত এপ্রিল মাসের বকেয়া বেতন ১০ মে পরিশোধ করার কথা ছিল। কিন্তু বেতন পরিশোধে ব্যর্থ হয়ে ১৫ মে বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত শ্রমিকেরা মেনে নেন। পরবর্তী নির্ধারিত ১৫ মে আবারও বেতন পরিশোধে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। 

এ সময় শ্রমিকেরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ১৬ মে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তখন ২১ মে বকেয়া বেতন পরিশোধের নতুন দিন নির্ধারণ করা হয়। আজও বেতন পরিশোধ না করে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ফলে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

এ বিষয়ে কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বেতনের বিষয়ে কোনো কথা বলতে চাননি তিনি। 

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধআশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, নরসিংহপুরের নদী ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধের চেষ্টা করছিলেন শ্রমিকেরা। অবরোধের কিছুক্ষণের মধ্যেই তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত