Ajker Patrika

নিখোঁজের ৬ দিন পর অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নিখোঁজের ৬ দিন পর অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের ছয় দিন পর ফাতেমা আক্তার (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার সহবতপুর ইউনিয়নের দক্ষিণ সহবতপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সমাজ মিয়ার মেয়ে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রথম স্বামী আলীমের সঙ্গে বিচ্ছেদ হয় ফাতেমার। এরপর পাঁচ বছর প্রবাস জীবন শেষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রুবেল মিয়া সঙ্গে বিয়ে করেন। পরে সাত মাস আগে রুবেলকে তালাক দিয়ে তাঁর ছোট ভাই শামীমকে বিয়ে করেন। এর মধ্যে চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।

তাঁরা আরও জানান, গত বৃহস্পতিবার স্বামীসহ ফাতেমা তাঁর বাবার বাড়ি সহবতপুর আসেন। পরের দিন সকালে শামীম ঘুম থেকে উঠে ফাতেমাকে পাননি। ফাতেমার পরিবারের সদস্যরা শামীমকে চাপ দিলে তিনি ঢাকা পালিয়ে যান। শামীমের মোবাইল ফোনে যোগযোগ করলেও কোনো জবাব দেননি। ছয় দিন নিখোঁজ থাকার পর বুধবার বাড়ির পাশের ঝোপের মধ্যে ফাতেমার ঝুলন্ত লাশ দেখতে পান চাচাতো ভাবি পারুল।

এ বিষয়ে নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান সরকার জাহিদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত