Ajker Patrika

বিদ্রোহী প্রার্থীদের পায়ের হাড্ডি, হাতের কবজি ভেঙে দিতে বললেন আ. লীগ নেত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৬: ১৯
বিদ্রোহী প্রার্থীদের পায়ের হাড্ডি, হাতের কবজি ভেঙে দিতে বললেন আ. লীগ নেত্রী

বিদ্রোহী প্রার্থীদের হাতে কবজি পায়ের নলি ভেঙে দিতে বলেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাভারের বনগাঁও ইউনিয়নে কোন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এমন বক্তব্য দেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের আজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে। সাবধান হয়ে কিন্তু আপনারা আপনাদের মার্কায় ভোট চাইবেন। আপনারা সামনে যারা আছেন, পারবেন না তাদের দাবায়ে রাখবেন জানিয়ে রাখতে? 

বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে হাসিনা দৌলা বলেন, তাদের বসাইয়া দেবেন। এই যে পায়ের হাড্ডি আছে না, হাড্ডি ভেঙে দেবেন। হাতের কবজি ভেঙে দেবেন। পায়ের যদি হাড্ডি ভেঙে দেন, আর হাঁটতে পারবে না। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। আপনাদের পেছনে সরকার এমনিতে লেগে আছে। 

তিনি আরও বলেন, আমাদের সরকারি সংস্থা গুলো আপনাদের হাঁটতেও দেবে না, আপনাদেরকে ভোট চাইতেও দেবে না। ভোট দিতেও দেবে না। কষ্ট করে কিচ্ছু হবে না। আপনাদের টাকা যদি বেশি হয় সাভারের এমপি সাহেবরে দিয়ে আসেন। আমরা একটা আওয়ামী লীগের ভবন বানাব । 

হাসিনা দৌলা আরও বলেন, টাকা বেশি হয়েছে তো, অর্থ উপার্জন করেছেন ইয়ে উপায়ে সে জন্য ওই টাকার মর্ম নাই আপনাদের কাছে। আপনি যে দাঁড়িয়েছেন বিরোধী দলে, আপনাকে কতজন চেনে। আমি আপনাদের খোঁজ খবর নিয়েছি। আপনাদের সমন্ধে রিপোর্ট ভালো না। সুতরাং যদি সময় থাকে আজ রাতের মধ্যেই বসে আমাদের টেলিফোনের মাধ্যমে অথবা আমাদের চিঠির মাধ্যমে জানিয়ে দিন। আমরা আপনাদের বহিষ্কার করব না। 

এ বিষয়ে জানতে চাইলে হাসিনা দৌলা স্বীকার করে বলেন, এটা কিছু না বিদ্রোহীদের ভয়ভীতি দেখাতে এমন কথা বলেছি। এত দিন আওয়ামী লীগেরটা খেয়েছে পরেছে, পরিচিত হয়েছে। এখন দুটো পয়সা হয়েছে আওয়ামী লীগে সময়ে। তাই বলে কি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হতে হবে। আমি দীর্ঘদিন আওয়ামী লীগ করেও এমপি মনোনয়ন পেলাম না। তাই বলে কি আমি বিদ্রোহী প্রার্থী হয়েছি। আমি যদি দলকে ভালোবাসতেই না পারলাম, তাহলে দল করে কি লাভ। 

সরকারি সংস্থা অন্যদের ভোট দিতে দেবে না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এমন কিছু বলি নাই। সংস্থা তারা তাদের মতো কাজ করে, আমার মুখের কথা, আমি বলেছি। স্থানীয়ভাবে আওয়ামী লীগকে একটু চাঙা করতে এ কথা বলেছি। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা। 

প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে সাভারের ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত