Ajker Patrika

ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়ার সুযোগ দিতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি সংবাদদাতা 
আপডেট : ০৯ জুন ২০২৪, ২১: ৪৪
ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়ার সুযোগ দিতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ফিলিস্তিনের মেধাবী শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পড়ার সুযোগ দিতে আগ্রহের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তবে চলতি বছরে নয়, পরিকল্পনা নিয়ে সামনের বছরে এ পদক্ষেপ নিতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উপাচার্য। 

উপাচার্য সাদেকা হালিম বলেন, ‘অবশ্যই আমরা তো চাই ফিলিস্তিনের শিক্ষার্থীদের সুযোগ দিতে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তো আবাসন সংকট রয়েছে, ওসব শিক্ষার্থীদের তো আবাসন নিশ্চিত করতে হবে। এখন যদি পাঁচজন শিক্ষার্থীকে ভর্তি করাই তার মধ্যে যদি দুজন মেয়ে থাকে তাহলে তাদের ছাত্রী হলে উঠাতে পারব। কিন্তু ছেলেদের তো থাকার একটা ব্যবস্থা করতে হবে।’ 

উপাচার্য আরও বলেন, ‘এ বছর তো সম্ভব না, পরিকল্পনা করে সামনের বছরে এ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আলাদা বাজেটও করতে হবে তাদের নিয়ে। আমি একজন মানবাধিকারকর্মী হিসেবে ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতি সমবেদনা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের দেশের ছাত্রসংগঠনও গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমিও একাত্মতা প্রকাশ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত