নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। তবে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা প্রধান মহানগর হাকিম আদালত এসব আদেশ দেন।
দুপুরের আগেই যাত্রাবাড়ী থানায় দায়ের করা শিক্ষার্থী সাকিব হাসান হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয় ওসি আবুল হাসানকে। এ মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
পরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ইমন হোসেন গাজী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আবেদন মঞ্জুর করেন এবং এ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ওসি আবুল হাসানকে কারাগারে পাঠানো হয়।
গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে ইমন হোসেন গাজী নামে এক যুবক নিহত হন। ওই ঘটনায় তাঁর ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। আজ সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মাহবুবুল ইসলাম আবেদনে উল্লেখ করেন, এ মামলায় তদন্তের স্বার্থে ভবিষ্যতে ওসি আবুল হাসানকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর এপিবিএন টেকনাফে কর্মরত থাকা অবস্থায় সরকারের অনুমতি নিয়ে যাত্রাবাড়ী থানার সাবেক এই ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে ১৯ সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার শিক্ষার্থী সাকিব হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে দেওয়া হয়।
এক হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। তবে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা প্রধান মহানগর হাকিম আদালত এসব আদেশ দেন।
দুপুরের আগেই যাত্রাবাড়ী থানায় দায়ের করা শিক্ষার্থী সাকিব হাসান হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয় ওসি আবুল হাসানকে। এ মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
পরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ইমন হোসেন গাজী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আবেদন মঞ্জুর করেন এবং এ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ওসি আবুল হাসানকে কারাগারে পাঠানো হয়।
গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে ইমন হোসেন গাজী নামে এক যুবক নিহত হন। ওই ঘটনায় তাঁর ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। আজ সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মাহবুবুল ইসলাম আবেদনে উল্লেখ করেন, এ মামলায় তদন্তের স্বার্থে ভবিষ্যতে ওসি আবুল হাসানকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর এপিবিএন টেকনাফে কর্মরত থাকা অবস্থায় সরকারের অনুমতি নিয়ে যাত্রাবাড়ী থানার সাবেক এই ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে ১৯ সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার শিক্ষার্থী সাকিব হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে দেওয়া হয়।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
৪৩ মিনিট আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে