Ajker Patrika

শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার দম্পতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার দম্পতি কারাগারে

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তানভির আহসান ও তাঁর স্ত্রী নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় নিয়মিত মামলা না হওয়ায় ওই দম্পতিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। অন্যদিকে দুজনের পক্ষে জামিনের আবেদন জানান তাঁদের আইনজীবীরা। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পুলিশ প্রতিবেদনে বলা হয়, নিয়মিত মামলা রুজু হলে তাঁদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। নির্যাতিত গৃহকর্মী সুইটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা মামলা করবেন। উদ্ধার হওয়া মেয়েটির শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে। 
 
জানা গেছে, গ্রেপ্তার তানভির আহসান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। আর তাঁর স্ত্রী নাহিদ আইনজীবী। নির্যাতনের শিকার মেয়েটির বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার নবাবপুর গ্রামে। নয় মাস ধরে সে সেগুনবাগিচায় ওই দম্পতির বাসায় কাজ করছিল। 

প্রায় প্রতিদিনই ‘নানা অজুহাতে’ ওই দম্পতি মেয়েটিকে মারধর করতেন। নির্যাতনে মেয়েটির শরীরে জখমের চিহ্নসহ কিছু ছবি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এক প্রতিবেশী। ছবিতে মেয়েটির চোখের নিচে আঘাতের চিহ্ন, শরীরের বিভিন্ন স্থানে জখম এবং আগুনে পোড়া ঘা দেখা যায়। 

এরপর একজন সংবাদকর্মী বিষয়টি পুলিশকে জানান। আরও একজন জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। 

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি অনুসন্ধানের জন্য শাহবাগ ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। নির্দেশের পর শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল শনিবার রাত সাড়ে ১০টার দিকে তোপখানা রোডের ওই বাসায় গিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করে এবং মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটি এখন চিকিৎসাধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত