Ajker Patrika

ঢাবিতে ছাত্রীদের মুখ খোলা রাখার নোটিশ স্থগিত করলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৬: ৩২
ঢাবিতে ছাত্রীদের মুখ খোলা রাখার নোটিশ স্থগিত করলেন হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সব ধরনের পরীক্ষার সময় পরীক্ষার্থীর কানসহ মুখমণ্ডল খোলা রাখার নোটিশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। 

শিক্ষার্থীদের পক্ষে করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

গত বছরের ১১ ডিসেম্বর বাংলা বিভাগের চেয়ারম্যান একটি বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, বাংলা বিভাগের প্রতি ব্যাচের সংযোগ ক্লাস (টিউটোরিয়াল/প্রেজেন্টেশন), মিডটার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীকে পরিচয় শনাক্তে কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখতে হবে। 

পরে ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন তিন শিক্ষার্থী। রিটে শিক্ষাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানকে বিবাদী করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত