Ajker Patrika

সেলিম খানের জামিন স্থগিত চায় দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮: ৪১
সেলিম খানের জামিন স্থগিত চায় দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। আজ রোববার আপিল বিভাগে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। 

দুদক আইনজীবী খুরশীদ আলম বলেন, ‘আমরা আবেদন করেছি। চেষ্টা করব দ্রুত শুনানি করতে।’ 

এর আগে ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট সেলিম খানকে চার সপ্তাহের আগাম জামিন দেন। ওই দিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মমতাজ উদ্দিন ফকির। 

গত ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত